আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড়ি-২



সকাল-বিকাল দিন-রাত্রি অযুত-নিযুত লক্ষ-কোটি কিছুই জানিনা, ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে দিনে দিনে প্রতিদিনে গড়ছি আমি অন্য সাজের আলনা। জন্ম থেকেই আমার বাঁ হাতটা বাঁকা ওরা বলে আমি নাকি পঙ্গু, কিন্তু ওরা জানেনা আমার ইচ্ছেগুলো স্বাধীন, এরা উড়তে জানে। পৃথিবীর সব রঙ দিয়ে ওকে সাজাব আমি, আমার লাঁটাই থেকে সাঁই সাঁই করে যেদিন সে উড়বে ঐ আকাশে... আমার মনের হরেক রঙের ইচ্ছেগুলো উড়বে আকাশে কে জানে হয়ত রংধনু হয়ে উঠবে... আমার পঙ্গু শরীরের দুরন্ত স্বপ্নগুলো ধেঁই ধেঁই করে নাচবে... সে একান্তই আমার পাইন গাছে পাওয়া ছেড়া ঘুড়ি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।