আমাদের কথা খুঁজে নিন

   

নর্দমাক্ত ঢাকায় থই থই পানি, দুই ঘন্টার জ্যামে বাড়ি প্রত্যাবর্তন অত:পর বিটিভিতে বৃষ্টিকে যেতে না দেবার গান

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..
কাল সারারাত কারেন্টের লুকোচুরি খেলার মাঝেও ঝুমঝুম বৃষ্টিতে ঠান্ডা বাতাসে আরামে ঘুম দিলাম অনেক দিন পরে। সকাল বেলা যথারীতি দেরীতে উঠা এবং বউ এর চোখ রাঙানী কোনো রকমে নাস্তা মাস্তা সেরে তড়িঘড়ি করে যখন বের হই তখনও ভাবি নাই এমন আজাবেও মানুষ পড়তে পারে !!??!! এমনকি শ্যামলীর মোড় পার হতে আধা ঘন্টা পার হলেও না... আগারগাঁও থেকে মহাখালি লিংক রোডটায় গাড়ি ঢুকতেই দেখি মজার দৃশ্য... শয়ে শয়ে গাড়ি সারি বেঁধে ঠায় দাঁড়িয়ে, কারও কোনো নড়নচড়ন নাই ওপার থেকেও গাড়ি আসে না এপারের গুলা তো বসেই আছে... কয়েকটা গাড়ির যাত্রীরা আবার দু এক কাঠি সরেস, গাড়ি থেকে বের হয়ে কেউ কেউ ব্যস্ত ফোন নিয়ে, ড্রাইভাররা মজে আছে আড্ডায় -- সবমিলিয়ে বিশাল উৎসব উৎসব ভাব... প্রথমে ভাবলাম ভুল করে ড্রাইভার কোনো মেলা টেলার পার্কিংএ ঢুকিয়ে ফেলেনি তো পরে দেখলাম না রাস্তাতেই তো আছি ভাগ্যিস হালকা বৃষ্টি ছিলো আর চারপাশে পানি আর যানজট, নাইলে হয়তো পপকর্ণ আর খেলনা নিয়ে হকাররাও পসরা বসিয়ে যেতো ফেসবুক মোবাইলে স্ট্যাটাস আপডেট দিলাম আর সাথে সাথে রিপ্লাইয়ে আরও দু একজনকে বিজয় সরনীর আশেপাশেই খুঁজে পেলাম ফোন দিলাম কলিগদের, দেখি আমি অনেক এগিয়ে কয়েকজন তো বাসা থেকেই বেরোতে পারে নাইক্কা অবশেষে বাসা থেকে বের হবার পৌনে দুই ঘন্টা পূর্তি হবার পরে আমার বুড়া ড্রাইভার কেমনে কেমনে গাড়ি মুচড়া মুচড়ি করিয়ে রোড ডিভাইডারের কাটা দিয়ে রং সাইডে ঢুকায় সামনে নিয়ে আসলো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছাকাছি দেখি অথৈ পানি এক কলিগে ফোন দিলো উত্তরা থেকে রওনা হয়ে আবার বাসায় ফেরত গেছে, আমিও বললাম ড্রাইভার চাচা গাড়ি ঘুরান দেন শ্যামলীর মোড়ে আশা টাওয়ারের সামনে অনেক পানির মাঝে মুখ থুবড়ে পড়ে থাকা লোকাল বাসটির মতোই যেনো মুখ থুবড়ে পড়েছিলো গোটা নগরী অদ্য সকালে অফিসে জরূরী মিটিং ফাঁকি দিয়ে বাসায় বসে টিভি ছেড়ে এসবই মন খারাপ করা দৃশ্য ভাবছিলাম আর এই নগরীর দূর্দশার কথা ভাবছিলাম, হটাৎ দেখি ডিসের কানেকশনও নাই কি আর করা চ্যানেল ঘুরিয়ে বিটিভিতে আসতেই শুনি আবিদা সুলতানা সূর করে গাইছে.. ও বৃষ্টি তুমি এতো তাড়াতড়ি এভাবে চলে যেয়োনা, আরেকটু থাকো...... বিটিভির কর্মকর্তাদের রসবোধে আরেকবার প্রীত (!!) হয়ে টিভি বন্ধ করে মোবাইল নিয়ে বসলাম... ফেসবুকে প্রথম স্ট্যাটাস আপডেট "dhaka melted down"... মালিবাগ রামপুরার এক সাবেক কলিগ লিখেছে "গাড়ি কিনে ভুলই করলাম, একটা নৌকা কেনা উচিত ছিলো"... কি আর বলবো, মন্তব্য নিস্প্রয়োজন এরি মাঝে আব্বা বাইরে থেকে ঘুরে খবর দিলো কৃষি মার্কেট পুরোটাই পানির তলে আর টন টন ভেঁজা চাল দোকানী আর আড়তদাররা পানির দরে বেঁচে দিচ্ছে... সব শুনে মনটাই খারাপ হয়ে গেলো একটু আগে টিভিতে দেখলাম পাঁচ - দশ টাকা দরে ভেঁজা চাল বিক্রি হচ্ছে আর মানুষ এসব জায়গায় ঝাঁপিয়ে পড়ছে...আড়তদাররা সরকার কে দোষ দিচ্ছে, পথচারী সরকারকে দোষ দিচ্ছে, দোষ দিচ্ছে মিডিয়া সহ সবাই... এসব দেখে কয়েকটা কথা মনে হলো, শেয়ার করি... কৃষি মার্কেটে যারা যান তাদের এই মার্কেটের ড্রেনেজ নিয়ে বলার কিছু নাই... একটা বাজারে যা হবার কথা, ময়লা আবর্জনায় ড্রেনেজ সিস্টেমের বোধহয় কিছুই অবশিষ্ট নাই... আড়তদাররা বলছিলেন লাখ লাখ টাকার ক্ষতির কথা তাও একেক জনের...সব দায় সরকারকে না দিয়ে তারা নিজেরাই একটু উদ্যোগী হয়ে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করিয়ে নিতঐ পারতেন, সামান্য কয়টা টাকা খরচ হতো, তবু হয়তো আজকের মতো পাঁচ টাকায় মিনিকেট বিক্রি করতে হতোনা তাই না? বেঁড়িবাঁধের কাছাকাছি জমি থাকায় যাওয়া আশা হয় প্রায়ই...পরিচিত অনেকের জমি আছে পানি নিস্কাশনের খালটার দু পাশে... সবারই দেখি একই ধান্দা, বাঁশ কিংবা টিনের বেড়া দিয়ে দুপাশ দিয়ে একটু একটু করে খালটা ভরিয়ে ফেলা। গত বার তো ইয়াজউদ্দিনের বউ এর লোকজন খাল দখল করে ভরাট করার সব বন্দোবস্ত সেরেই ফেলেছিলো, একটুর জন্য খালটা বেঁচেছে...জানি সব নজরদারীর দায় সরকারের তবে এই দখলকারী আমরাই কিন্তু জলাবদ্ধতায় পড়ছি আর বলছি সরকার যে কি করে... জলাবদ্ধতার দায় কি এভাবে আমরা এড়াতে পারি? র‌্যাংগস ভবন ভাঙ্গার পরে ইমার্জেন্সি অফিস শিফট করার জন্য সাইট সিলেকশনের কাজে ঢাকার আর সবগুলা কমার্শিয়াল বিল্ডিং এর মতো বিজেএমই ভবনেও যাওয়া হয়েছিলো। তদারকির জন্য যে সিভিল ইন্জিনিয়ার উনি অনেক মুরব্বী মানুষ। রুমে নিয়ে বসিয়ে প্রথম জিজ্ঞাসা করলে ভাই এই যে র‌্যাংগস ভবন ভাঙছে এতে আমরা সাধারণ নাগরিকেরা যে কি খুশি, অবৈধ বাড়ি টাড়ি সব ভেঙে ফেলা দরকার কি বলেন? মনে মনে অনেক হাসছিলাম ঐদিন, এক বুড়ি নাকি আরেক বুড়ি রে নানি ডাকে... আজকের এই জলাবদ্ধতার দায় কি এইসব অবৈধ দখলদারীদেরও নয় যারা গোটা একটা খাল ব্লক করে সুউচ্চ ভবন তৈরী করে বুক ফুলিয়ে আবার জলাবদ্ধতা নিরসনে পরামর্শ আর সাহায্যের আশ্বাস দেয়.... এই কঠিন নগরী স্নিগ্ধতাকে তিল তিল করে হত্যা করে একে পরিত্যাক্ত করণের দিকে ঠেলে দিয়ে আজ এই একদিনের কষ্টে সব দায় ঝেঁড়ে ফেলে শুধু অন্যকে দোষারোপ করে আর অভিযোগের বাক্স খুলেই কি আমরা পার পেয়ে যাবো? দূষন আর দখলে খাল - নদীগুলোকে মেরে ফেলে, দখলের জোরে রাস্তা গুলোকে সংকীর্ণ করে, ময়লা আবর্জনায় পুরা ড্রেনেজ আর সুয়ারেজ সিস্টেমের বারোটা বাজিয়ে দেশের রাজনীতিবিদ আর ঘুষখোর আমলাদের পাশাপাশি আমরাও কি তিলোত্তমা এই নগরীকে একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি না????
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।