আমাদের কথা খুঁজে নিন

   

শাহী এলান : আগামী অষ্টপ্রহর রাজকোষ খোলা (কেবল জিপিএ ৫ প্রাপ্তরা লুইট্যা পাইট্যা নে)

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

মাননীয় প্রজাবৃন্দ কৈফিয়ত : গত যামিনীতে রাজামশাই অতিরিক্ত মদ্যপান ও নর্তকীর সহিত নর্তন কুর্দন করার ফলে অদ্য দিবসে কর্মস্থলে হাজিরা দিতে পারেন নাই। উনি কুম্ভকর্ণের মতো নিদ্রা গিয়াছেন। সেহেতু আমি রাজ-নফর তাহার পক্ষ হইতে রাজকীয় অতি জরুরী এলানখানা প্রচার করিতেছি। শাহী এলান : যে নাদান প্রজাবৃন্দ জিপিএ ৫ পাইয়া উচ্চ শিক্ষার জগতে প্রবেশ করিতে যাইতেছে তাদের জন্য এই শাহী এলান। এতদ্বারা রাজামশাইয়ের পক্ষ হইতে আমি রাজ-নফর (অতি উচ্চপদস্থ পদ) এলান করিতেছি যে, যাহারা জিপিএ ৫ পাইয়াছিস, সেই নাদান প্রজাকুলের জন্য আগামী অষ্টপ্রহর রাজকোষ খুলিয়া দেওয়া হইল।

যে যত পারিস লুটিয়া লইয়া যা। (স্বগত : রাজকোষ তো আগেই শূন্য, নর্তকী আর মদ্যের পিছনেই সকল মুদ্রা গেছে। আর নতুন করিয়া কী লুটিবি। ) তবে স্বর নিচু করিয়া বলিয়া যাই, মিষ্টান্ন ব্যাতীত কোন নাদান আসিবি, তাহাকে শুলে চড়ানো হইবে। (স্বগত : আবার বালিশ মিষ্টি নিয়া আসিস না রে, উহা খানার পূর্বে যেই রকম থাকে, খানার পর ত্যাগ করার পরও সেই প্রকারই রহিয়া যায় রে।

মাঝখান থিকা রাজ-নফরের ভূড়ির কলকব্জা নড়িয়া যাইবে রে) অফ টপিক : রাজামশাই জাগিয়া গেলে এই শাহী এলান প্রত্যাহার করা হইতে পারে। তাই দেরি করিস না রে নাদানবৃন্দ। রাজামশাইয়ের নিদ্রা সংক্রান্ত রাজকীয় প্রজ্ঞাপন Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.