আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ১৪০জন, আমরা বলছি : প্রথম আলোর তাবৎ ভন্ডামিকে 'না'

বন্ধ জানালা, খোলা কপাট !

দেশব্যাপী শপথ নাটক মঞ্চায়ন করেছে প্রথম আলো, এই নাটকের ব্যাপ্তীর সঙ্গে পত্রিকার প্রচার প্রসার জড়িত, নাটক মঞ্চায়ন তাই যতদূর সম্ভব নিঁখুতভাবে সম্পন্ন করার তাগিদ তাদের মধ্যে ছিল । তবু, প্রথম আলোর ভন্ডামি ধরতে পারা কেউ,-শপথ ব্যানারে কিছু শব্দ লিখে দেয় এভাবে,-'দালালী বাদ দিয়ে নিজেদের বদলে ফেলুন সবার আগে' তবু, এহেন চপেটাঘাত খেয়েও বদলায় না প্রথম আলো । বদলে যাবার সহীহ নসীহত প্রচার করেও, নিজেদের বদলের বিষয়ে তাদের অবস্থান তথৈবচ । তারা যথারীতি মালিক পক্ষের স্বার্থ রক্ষার শপথ মাথায় রেখে রিপোর্ট করে যায়, তারা যথারীতি প্রতিবেশী সামন্তবাদী রাস্ট্রটির নির্লজ্জ মোসাহেবী করে যায় । মতিউর রহমানের উদ্ভাবনী ক্ষমতা ভালো ।

পত্রিকার জন্য লাভজনক প্রচার শপথ নাটক তাই তার মাথায় উদ্ভব হয় । মতিউর রহমানের চাটুকারী ক্ষমতা আরো ভালো ! প্রায় অসাধারণ পর্যায়ের তার এই চাটুকারীতা বিষয়ক দক্ষতার প্রমাণ আমরা পাই, যখন আর্মী ব্যাকড সরকারের অবিরাম চাটুকারীতার পারঙ্গমতায় তাদের মুগ্ধ করে তিনি পত্রিকার মালিক লতিফুর রহমানের গ্রেফতার এড়াতে সক্ষম হন, দূর্নীতিবাজ ব্যবসায়ীর তালিকায় লতিফুরের নাম থাকা সত্ত্বেও ! বর্তমানে ঋণ খেলাপী তালিকার এক নম্বরে থাকা সালমান এফ রহমান এর রিরুদ্ধে প্রথম আলোর অবস্থানে আশান্বিত হতে ইচ্ছা করে । সঙ্গে সঙ্গে মনে পড়ে লতিফুর রহমানও ঋণ খেলাপী হয়েছিলেন। মনে পড়ে, তার শেষটা আমাদের অজানা, শেষটা জানতে ইচ্ছা করে, তিনি কি ঋণ পরিশোধ করেছিলেন ? তিনি কি রিশিডিউল করেই যাচ্ছিলেন ? তিনি কি ঋণ মওকুফ পেয়েছিলেন ? প্রথম আলোর ভন্ডামির খানিকটা আঁচ করা যাবে নীচের পোস্ট দুটি থেকে -- আমরা বলছি :প্রথম আলোকে 'না' ! আপনি ? ল্যাম্পপোস্ট এবং আমাদের একজন সহব্লগার মোস্তাফিজ রিপন : যে কথাগুলো জানা জরুরি প্রথম আলোর ভন্ডামির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ,- "৮টাকা খরচ করে স্ববিরোধী , দ্বৈতনীতির ধারক প্রথম আলোর মতো আবর্জনা না কিনি !'' আমরা : ১*অন্যরকম ২*অপসরা ৩*অপরিচিত_আবির ৪*অদ্রোহ ৫*আকাশ অম্বর ৬*অমাবশ্যার চাঁদ ৭*অমাবশ্যার চামচিকা ৮*অলস ছেলে ৯*আকাশ_পাগলা ১০*আমআঁটিরভেঁপু ১১*আমি ও আমরা ১২*আরেফিন জিটি ১৩*আলী আরাফাত শান্ত ১৪*ইশতিয়াক আহমেদ তমাল ১৫*একজন সুখী মানুষ ১৬*একরামুল হক শামীম ১৭*একলব্য১৯৭১ ১৮*এখনও বৃষ্টি ভালোবাসি ১৯*এম এস জুলহাস ২০*এসব কি হচ্ছে ! ২১*ক-খ-গ ২২*কাপাসিয়া ২৩*কার্ল মার্কস ২৪*কায়েস মাহমুদ ২৫*কিসলু ২৬*কিরিটি রায় ২৭*কৌশিক ২৮*খোলা আকাশ ২৯*গাইতে ভালো লাগে ৩০*ঘনাদা ৩১*ঘাসফুল ৩২*ঘোর-কলিযোগ ৩৩*চন্দ্রমানব ৩৪*চিটি(হামিদা আখতার) ৩৫*জনারন্যে নিসংঙগ পথিক ৩৬*জয়সরকার ৩৭*জাতেমাতাল ৩৮*জেরী ৩৯*তানহা তাবাসসুম ৪০*তেলাপোকা য় ৪১*দেশী পোলা ৪২*ধীবর ৪৩*ধ্রুব০০৭ ৪৪*নদীপথ ৪৫*নাজমুল আহমেদ ৪৬*নির্ঝর নৈঃশব্দ্য- ২ ৪৭*নির্ভয় নির্ঝর ৪৮*নীল লাল সবুজ ৪৯*নোমান০৮ ৫০*নুসরাত জাহান যুথি ৫১*নূভান ৫২*পল্লী বাউল ৫৩*প্রবাসী মন ৫৪*পি মুন্সী ৫৫*ফারহান দাউদ ৫৬*ফারযানা ৫৭*ফালতু মিয়া ৫৮*ফিফথ্ নিক ৫৯*বল বীর ৬০*ব্লগই শেষ ঠিকানা ৬১*বজ্রাহত ৬২*ব্রাইট ৬৩*বোনাবেল ৬৪*বিদ্রোহী রণ ক্লান্ত ৬৫*বিবর্তনবাদী ৬৬*ভালো-মানুষ ৬৭*ভেবে ভেবে বলি ৬৮*ভোরের স্বপন ৬৯*মইন ৭০*মগ্নতা ৭১*মতলববাজ ৭২*মনজুরুল হক ৭৩*মনির হাসান ৭৪*মার্ক জুবায়ের ৭৫*মাছিমারা কেরানি ৭৬*মানুষ আমি আমার কেন পাখির মত মন? ৭৭*মাসুদ রশিদ ৭৮*মায়া নেকড়ে ৭৯*মেহরাব শাহরিয়ার ৮০*মোস্তাফিজ রিপন ৮১*মিলটন ৮২*মিশু মিলন ৮৩*মু.নূরনবী ৮৪*মুসান্না গালিব ৮৫*যুগান্তকারী ৮৬*রন্টি ৮৭*মোহাম্মদ হাবিব উল্লাহ ৮৮*রণদিপম বসু ৮৯*রাজর্ষী ৯০*রিফাত হাসান ৯১*রিমঝিম ৯২*রিয়াজ আহমেদ বাপ্পী ৯৩*রিয়াজুল ইসলাম । ৯৪*রুবেল শাহ্ ৯৫*শওকত ৯৬*শয়তান ৯৭*শফিউল আলম ইমন ৯৮*শাওন৭৯ ৯৯*শান্তির দেবদূত ১০০*শিপন ১০১*শিবলী ১০২*শূন্য আরণ্যক ১০৩*সত্যান্বেষী ১০৪*সবাক ১০৫*সবুজ সাথী ১০৬*সরকার সেলিম ১০৭*সমাজ্ঞ ১০৮*সমীরণ ১০৯*স্বপ্নরাজ ১১০*স্পর্শহীন কিছু ১১১*সাগর ঢাকা ১১২*সাধারণ মানুষ ১১৩*সামছা আকিদা জাহান ১১৪*সাইফ হাসনাত ১১৫*সাঈফ শেরিফ ১১৬*সাব ষ্ট্যান্ডার্ড ১১৭*সিদ্ধার্থ আনন্দ ১১৮*সীমন্ত ইসলাম *১১৯সীমান্ত আহমেদ ১২০*সেতু জোহরা ১২১*সোনার বাংলা ১২২*সোহায়লা রিদওয়ান ১২৩*সৌম্য ১২৪*হাইফেন ১২৫* হাসান মাহবুব ১২৬*ইমির ১২৭*মোতাব্বির কাগু ১২৮*রনি রাজশাহী ১২৯*বজ্রকন্ঠ ১৩০*ব্যতিক্রমী ১৩১*প্রিয়তমেষু ১৩২*মুক্তির অন্বেষায় ১৩৩*আমড়া কাঠের ঢেকি ১৩৪*দি ফ্লাইং ডাচম্যান ১৩৫*জেমিনি ১৩৬*ঘুমরাজ ১৩৭*রানা ১৩৮*জনৈক আরাফাত ১৩৯*তায়েফ আহমেদ ১৪০*নীলতারা ১৪১*আবু সালেহ মন্তব্যের ঘরে ফারহান দাউদ সুন্দর একটি মন্তব্য দিয়েছেন ।

খুবই প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় মনে করায় মূল পোস্টে তুলে দিলাম : ফারহান দাউদ বলেছেন: ২-১টা কথা যোগ করি। প্রথম আলোর কতিপয় দালাল এবং অন্ধভক্তর দাবী হইলো, আমরা না বলি বা হ্যাঁ বলি, প্রথম আলোর বালটাও তাতে ছিঁড়বে না। কথা মিছা না, আমরা ১২৫ জনের বদলে (পোস্টের শিরোনামে তখন ১২৫জন-ই ছিল) ১ লাখ ২৫ হাজার "না" বললেও সম্ভবত আলু গ্রুপের বড় কোন ক্ষতি হবে না। কিন্তু ক্ষতি হবে আমাদের যদি ঐ ভণ্ডামির প্রতিবাদ আমরা না করি। নিজেদের যতটুকু ক্ষমতা আছে ঐটুকু দিয়েই প্রতিবাদ করা আমাদের শিক্ষা, তাতে যে অন্যায় করলো তার ১টা বালে টান লাগলেও আমি খুশি কারণ ঐটুকুই আমার ক্ষমতা।

আজকে একটা দালালরে কিছু না বললে পরে নিজের ঘাড়ে সেইটা পড়লে আমরা প্রতিবাদ করার নৈতিক অধিকার হারাবো, নিজের কাছে জবাব দেয়ারো কিছু থাকবে না। প্রথম আলোকে 'না' বলা নতুন সদস্যদের নাম/নিক দেখামাত্র তালিকায় সংযুক্ত করা হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.