আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকেল লাইফ-১

জীবনকে খুব কাছ থেকে দেখতে চাই। গতানুগতিকতার গন্ডি থেকে মুক্তি চাই। এতে হয়তো শুনতে হবে অনেক অপমানের বাণী। ভয় করি না।

অনেকেই মনে করে মেডিকেলের পুলাপাইন হইল রোবট।

তাদের লাইফ হইল একঘেঁয়েমিতে ভরা। তারা জানে নে কেমনে মজা করতে হয়। কথাডা বিভিন্ন জনের ব্লগের কমেন্টে দেখলাম। আমি একটা কতা কই মজা জিনিসটা আসলে সব সময় আসে না তয় মজা বানাইয়া লইতে হয় হেইডা আমনের মেডিকেলই কন আর :বুয়েটই কন আর যাই কন। যাউকগা হেই আলাপ কয়েকদিন আগের একটা ঘটনা মনে পইরা গেল।

তাই লিখতাছি.........। আমগো লগে এক পোলা পড়ে নাম হইল গিয়া হাসান। হালায় কেলাস একদমই করে না। ক্লাস বাং দিয়া সারা দিন টইটই কইরা ঘুরে। কতা নাই বার্তা নাই ৪-৫ মাস ধইরা ক্লাসে আসেনা।

তো একদিনের কতা কই......। হাসান ক্লাসে আসে নাই বরাবরের মত। তো আমগো এনাটমি স্যারে এটেনডেন্স শীট দেইখা কইল এই পোলা কই?এই তো দেহি অনেক দিন ধইরা ক্লাস করে না ব্যাপারডা কি?আমরা স্যারেরে বেবাকতে খুইলা কইলাম। স্যারের কইল তোমগো কারও কাছে হাসানের মোবাইল নাম্বার আছে?এক পুলা কইল," হ স্যার আমার কাছে আছে। " স্যারে কইল," ফোনটা লাগাইয়া আমারে ধইরা দাও।

" পোলা দেখল যখন রিং হইতাছে তখন স্যারের কানে মোবাইলডা দিল। স্যারে ফোন ধরছে আর হাসান দুনিয়ার গালি মারা শুরু করছে। স্যারে তো পুরা অবাক হইয়া গেছে। পোলা কইতাছে হারামি,কুত্তা............আরও কি সব জানি। স্যারে কইল আমি শিপন বলতাছি।

আমগো ক্লাসের এক পোলা আছে ,হেরও নাম শিপন । হাসান কইতাছে রাখ তোর শিপন আমার লগে বালের আলাপ করস......। । বইসা বইসা "_" ছিঁড়......আহা স্যারের তো চোয়াল এক্কেবারে ঝুইলা পড়ল। হের পরে হাসানের কি হইল তা আরেকদিন কমুনে।

চলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.