আমাদের কথা খুঁজে নিন

   

খেজুর ফুল ( ছোটদের ছড়া, বড়রা ও পড়তে পারেন )

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

ঝুর ঝুরি ঝালর ঝুলে ঐ উচুতে খেজুর ফুলে । ও গাছি ভাই দাও পাড়ি রাঁধব ফুলের চড়চড়ি । পাতার থালে তোমার ভাগ, পরে খেও এখন থাক । বাড়ির লাগি এক থালা খেজুর ফুলে হয় মালা । গাথলে মালা লাগবে ফুল দাও গাছি ভাই খেজুর ফুল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।