আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী বিদেশে চিকিৎসার জন্য না পাঠালে আমি পঙ্গু হয়ে যেতাম --- আমরা কি হাসবো না কাঁদবো

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..
'স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ সম্পর্কে আমি কিছুই জানি না' কয়দিন আগের কথা পেপারে দেখছিলাম আশরাফুল বেচারা চোখের ড্রপ আনতে বিলাতের ডাক্তারের কাছে গেছে... আইজকা আমাগো গৃহমনতিরি মানে হোম মিনিস্টার আইসা কইলো সিংগাপুরে না গেলে উনি নাকি পঙ্গু হয়ে যেতেন এই খবর পাঠ কইরা কিরাম মন খারাপ হইয়া গেলো... মনে কয়টা প্রশ্নের উদ্রেক হইলো... আবার দেশের এই হাজার হাজার ডাক্তারদের জন্য সহানুভূতিও অনুভূত হইলো প্রতি বছর বাংলাদেশে এই যে এতগুলান ডাক্তারী পাশ করা পোলাপাইন বাইর হয় এরা করেটা কি? রাস্তায় হাটতে গেলে ভারী ভারী সার্টিফিকেটের এত্তো এত্তো বিশেষজ্ঞদের সাইনবোর্ড দেখা যায় এরা কিভাবে সেগুলা বাগাইলেন? সর্দি জ্বরেও ব্যাকটেরিয়া কালচার, হ্যান ত্যান বলে যারা লাখ টাকার বিল ধরায় দেন সেই সব হাসপাতালগুলা আছে কি করতে? আমাদের মাননীয়া মন্ত্রিকে এদের হাতে ছেড়ে দিলে কি উনাকে পঙ্গুত্ব বরণ করে নিতে হতো???? বর্তমান স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং অর্থোপেডিক ডাক্তার, স্বরাষ্ট্র মন্ত্রী খোদ উনার তত্বাবধানে ছিলেন, তো এখন উনার কি করা উচিত? সাধারণ একজন নাগরিক বাথরুমে পা ফসকে পড়ে কোমর মচকালেই কি আজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে? যে দেশের অর্থোপেডিক স্বাস্থ্য সেবার এই করুন হাল সেদেশের একজন অর্থপেডিক বিশেষজ্ঞ স্বাস্থ্য মন্ত্রীর কি বিব্রত কিংবা লজ্জিত হওয়া উচিত??? ভাগ্য ভালো উনি পঙ্গু হন নাই... হইলে কিভাবে হবে উনার হাতের লাঠি সোহেল ভাইয়াও যে নাই উনি নাকি সবার সাথে যোগাযোগ রেখেছিলেন কিন্তু সোহেল ভাইয়ার পদত্যাগ এর কোনো খবর উনি শুনেন নাই। হায়রে সেলুকাস মিয়ারে এইখানে ডাইকা দেখানো দরকার বৈচিত্র কারে কয় অফটপিক: উনারে সিঙ্গাপুর পাঠানির টাকা কি প্রধানমন্ত্রী দিছে না সরকারী তহবিল?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.