আমাদের কথা খুঁজে নিন

   

একাকীত্বের আলিঙ্গনে

কল্পিত সুখ শুধু কল্পনায় সুন্দর বাস্তবতায় খুব বেমানান।

অন্ধকার ঘরে, একাকীত্বের নিবিড় আলিঙ্গনে আমি, কিছুটা অভ্যস্ততা আর কিছুটা বাস্তবতা, আম্তে আস্তে আমাকে ঠেলে দিয়েছে এই অন্ধকারে। নিজেকে কখনো একাকীত্বের বাইরে পাইনি, নতুন করে নিজেকে আবিষ্কার করার নিছক আগ্রহটামনে হয় অনেক আগেই নিহত হয়েছে, বিকলাঙ্গ হয়ে গেছে অনুভূতি গুলো, বার বার অন্ধকারের বিভীষিকায়- দুমড়ে মুছড়ে গেছে আমার স্বপ্নগুলো। ক্রমশ এক ভযঙ্কর চরিত্রে রূপান্তরিত হয়ে গেছি আমি, এমনই এক চরিত্র যার অস্তিত্ব- হয়তো রূপকথায় ও পাওয়া অসম্ভব, মাঝে মাঝে নিজেকে দেখে নিজেই শিউরে উঠি কেঁপে উঠে আমার অন্তরাত্মা, প্রচন্ড অভিমানে- মাঝে মাঝে নিজেকে বিধাতার ভুল মনে হয়, তবুও আমি খুব ভালো আছি, অভিযোগহীন, অন্ধকার ঘরে একাকীত্বের আলিঙ্গনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।