আমাদের কথা খুঁজে নিন

   

বান্ন্দরবান পাহাড়ে বর্ষাযাপন (শুধু মাত্র এডভেঞ্চার প্রেমীদের ও বাউন্ডুলদের জন্য)


আমি ছোট বেলা থেকেই একটু উড়নচন্ডি। কোথাও যাওয়ার কথা শুনলেই মন আর মানে না মনে হয় এখনই ছুটে যাই। আর সেটা যদি এডভ্যাঞ্চার তাহলে তো কথাই নেই। ছোট বেলা থেকেই আমার আমার বাড়ি পালানো স্বভাব। কাউকে কিছু না জানিয়েই মাঝে মাঝে ২/৩ দিনের জন্য বাড়ি থেকে উধাও হয়ে যেতাম।

আর আমার এইসকল অপকর্মের সঙ্গী আমার বাল্যবণ্ন্ধু খালেক। প্রথম প্রথম বাড়ীর লোকজন দু:শ্চিন্তা করলেও পরে আমার মা ছাড়া সবার কাছে আমার এই উড়নচন্ডি ভাবটা গা সওয়া হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম ফেসবুক গ্রুপ ভ্রমন বাংলাদেশ তাদের আগামী এডভেঞ্চার ট্যুর এর সিডিউল ঘোষনা করেছে সাথে সাথে দেরী না করেই তাতে জয়েন করলাম। এডভেঞ্চার প্রেমী বন্ধুদের জন্য ব্লগে শেয়ার করলাম যে কেউ ইচ্ছা করলে ভ্রমন বাংলাদেশের সাথে এই ট্যুরে যোগ দিতে পারবে। প্রধান আর্কষন ১।

রুমা থেকে বগা মুখ সমস্ত পথ ঝিরি পথ পাহাড়ী স্রোতের বিপরীতে) ধরে হাটা। ২। বর্ষায় ২ রাত পাহাড়ে যাপন প্রাকারম্ভ ১২ই আগস্ট • রাত ০৮:৩০ মিনিটে ঢাকা বাসস্ট্যান্ডে উপস্থিত হওয়া। • বান্দরবানের উদ্দেশ্যে বাসে করে ঢাকা ত্যাগ রাত ১০:০০ টায়। ১৩ই আগস্ট • সকাল ০৮:০০টার মধ্যে বান্দরবান পৌঁছা।

• সকালের নাস্তা। • রুমার উদ্দেশ্যে চাঁদের গাড়ীতে বান্দরবান ত্যাগ সকাল ০৯:০০টায়। • রুমা বাজার পৌঁছা দুপুর ১২:৩০মিনিটে। • লাঞ্চ। • ট্রেকিং শুরু দুপুর ০২:০০ টায়।

• বগামুখ পাড়া পৌঁছা বিকাল ০৬:৩০মিনিটে। • বগামুখ পাড়ায় রাত্রিযাপন। ১৪ই আগস্ট • হালকা খাবার দিয়ে সকালের নাস্তা। • ট্রেকিং শুরু ভোর ০৬:০০ টায়। • বগালেক পৌঁছা সকাল ০৯:০০টায়।

• বগালেকে বিশ্রাম ও অন্যান্য । • ট্রেকিং শুরু দুপুর ০১:০০টায়। • কেওকারাডাং পৌঁছা দুপুর ০২:০০টায়। • কেওকারাডাং ত্যাগ দুপুর ০৩:০০টায় • বগালেক পৌঁছা বিকাল ০৭:০০টায়। • বগালেকে রাত্রিযাপন।

১৫ই আগস্ট • ট্রেকিং শুরু ভোর ০৬:৩০মিনিটে। • রুমা বাজার পৌঁছা দুপুর ১২:০০টায় • বান্দনবানে ফিরে আসা বিকাল ০৪:৩০মিনিটে। ঢাকার উদ্দেশ্য বান্দরবান ত্যাগ ০৬:৩০ মিনিটে।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।