আমাদের কথা খুঁজে নিন

   

খুব সমস্যায় আছি। আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। হেল্প প্লিজ

একটা কঠিন সমস্যায় আছি। ব্লগে কি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আসতে হবে? যারা সমানে গালাগালি করে যাচ্ছে বহাল তারা তবিয়তে থাকে আর যারা একটু র‌্যাশনাল ভাবে কথা বলতে চাই তারা হয় ব্যান হচ্ছে অথবা ডিমোশন হচ্ছে। [জেনুইন রাজাকার গুলোর কথা বাদ]। একটা উপায় হয়ত আছে এ থেকে মুক্তি পাবার তা হল কিছু চকচকে লেখা পোস্ট করা। আপু ভাইয়া ডেকে বেড়ানো।

সেটাও করতাম কিন্তু আমার তো তেল ও নেই যে ঢালব। কি এক সমস্যা! খোলা মনে যে কিছু প্রকাশ করব তারও সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। বুশ যেমন বলেছিল, হয় তুমি আমার দলে নয় তুমি আমার শত্রু। আওয়ামী লীগ যেমন মনে করে হয় তুমি আওয়ামী লীগ নয় তুমি রাজাকার। এটাও হয়ে উঠছে সেরকম একটা কিছু।

গুমোট পরিবেশ। অবিশ্বাস চারদিকে! আমরা কোথায় যাই? যারা কোন রাজনৈতিক দলই করি না কিন্তু চিনি জানি সবাইকেই। বড়তো বাংলাদেশেই হয়েছি তাই না? আমরা যারা বিএনপি'র রাজাকার, জাতীয় পার্টির রাজাকার, মুসলিম লীগের রাজাকার, বামপন্থী রাজাকার এবং অতি অবশ্যই জামায়াতের জেনুইন রাজাকারদের বিচার চাই তাদের বোধ হয় বাংলাদেশে থাকার কোন অধিকার ই নেই। তাই কি? ব্লগের বর্তমান পরিবেশে সেটাই মনে হয়। ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।