আমাদের কথা খুঁজে নিন

   

সুর্য গ্রহন ২০০৯ নিয়ে ছবি ব্লগ (আর আজকে বাংলাদেশের কোথায় কোথায় গ্রহন দেখার ব্যবস্তা আছে)

আমদের মুক্তি আমদের হাতে,শুধু দরকার সচেতনতা।

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় এখন বাংলাদেশ। কাল সকালে ঘটবে মহাজাগতিক এই ঘটনা। বাংলাদেশ থেকে আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ১০৫ বছর পর, তাই এ নিয়ে এত আগ্রহ। বাংলাদেশ মান সময় বুধবার(আজ) সকাল ০৬ টা ৫৮ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে।

পূর্ণগ্রাস গ্রহণের স্থায়িত্ব হবে ৩ মিনিট ৫৮ সেকেন্ড। শুধু দিনাজপুর ও লালমনিরহাট জেলা দুটির উত্তরাংশে এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা দুটিতে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। তবে পঞ্চগড় থেকে এ সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় পূর্ণ গ্রহণ দেখা গেলেও বাংলাদেশের অন্য স্থান থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। রাজধানী থেকে ৯৩ শতাংশ সূর্যগ্রহণ দেখা যাবে।

সূত্রঃ বিস্তারিত দেখুন ============================================= এখন আসুন দেখি কিছু পুর্ন সুর্য গ্রহনের ছবি এবং এইবার গ্রহন কোন পথে হাটবে। ***যারা পঞ্চগড় যেতে পারেননি তারা ঢাকাতে দেখতে বসেও দেখতে পারেন সুর্য গ্রহন। এখন পর্যন্ত আমি জানতে পেরেছি ২ টা জায়গার নাম। -->সংসদ ভবনের দক্ষিণ প্লাজা (শামীম ভাই) -->বুয়েট মাঠে (অদ্রোহ) নিবিড় অভ্র এর দেয়া লিঙ্ক নিবিড় অভ্র এর দেয়া লিঙ্ক আপনারা আরও যায়গার নাম জানলে কমেন্টে জানান আমি যোগ করে নিব। ************************************************** এছারা আপনি নিজের উদ্যেগে দেখতে পারেন, ** এক্স-রে কার্ড নিয়ে চার ভাজ করে দেখতে পারেন ** ওয়েল্ডিং এর গ্লাস দিয়েও দেখতে পারেন।

** আরেকটা পদ্বতি হল একটা বাটিতে পানি নিয়ে হলুদ গুরো মিশিয়ে তাতে সুর্যের ছায়া ফেলে দেখতে পারেন। তবে উপরের কোনটাই চোখের জন্য ভাল পদ্বতি নয়। তাই নিজ দায়িত্তে সাবধানতা অবলম্বন করে দেখবেন। সব থেকে ভাল হয় কোন পাবলিক প্লেসে গেলে। তাহলে অনেক জ্ঞান আহরন প্লাস মজা হবে।

কি কি বিষয় দেখার আছে? আপনি কি কি বিষয় বা পরিবর্তন দেখতে পারেন গ্রহন এর সময়, আসুন দেখি ** যখন সুর্য পুরো ঢেকে যাবে তখনকার সময়টা। চারদিকের পরিবেশের পরিস্তিতি কেমন হয়। ** সুর্যের সামনে চাঁদ চলে আসাতে একটা রিং এর মত অবস্তা। ** যখন হটাৎ চারদিক অন্ধকার হয়ে যায় এর ফলে পশু পাখির আচরন কেমন হয়। (আরও কিছু জানলে মন্তব্যের ঘরে লিখুন) প্রায় পাচ ঘন্টা ষোল মিনিট বেপি এই গ্রহন।

তাই সবাই সাবধানে থাকবেন। আর যাদের বাসাতে শিশু আছে তারা খেয়াল রাখবেন তারা যেন খালি চোখে সুর্যের দিকে না তাকায়। গ্রহণ পর্যবেক্ষণে সাবধানতা **** আর সুর্য গ্রহন নিয়ে আমারে সমাজে এবং সারা পৃথিবীতে প্রচলিত আছে নানা কুসংস্কার। সেগুল জানতে নিচের ব্লগ গুলো দেখতে পারেন সূর্যগ্রহণ পূরাণ-নিম্নবর্গের প্রতিবাদ আর লড়াইয়ের ইতিহাস। সূর্যগ্রহণ নিয়ে যা নিছকই কুসংস্কার---(আজ ভোর ৭ টা থেকে সুর্য্য গ্রহনকে সামনে রেখে কিছু বিষয় শেয়ারের চেষ্টা) ধন্যবাদ সবাইকে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.