আমাদের কথা খুঁজে নিন

   

-: আঁখি পল্লবে উত্তর :-

ভালো লাগে লিখতে তাই লিখি..............

শুনো তুমি......... আজ কিছু বলবো তোমায় স্বল্প কিছু প্রহরের বিনিময় আজ ভাষাহীন কথামালা শুনো তুমি ঝিরঝিরে বৃষ্টি ধারায়........ আজকের প্রকৃতি এমন করা কেন? অসমাপ্ত পূর্ণতায় মন মানে না যেন.............. স্বপ্নগুলো পেখম মেলতে গিয়ে ভালবেসে ফেলে বিশাল আকাশকে গোধলী লগনে আকাশের সিক্ত বুকে রাঙ্গাবে নিজেকে এই আমি যদিও বা হারাই দুঃসময়ের কোলাহলে তবু একবার ছুঁয়ে দিব রাঙ্গা গোধূলীকে। সিক্ত সুখের বদনে..... এলোমেলো কল্পনা ছবি আঁকে, মেঘদুতের আহব্বানে তারাদের খবর নিই আনমনে অথই সাগরের মাঝে এক ফোটা নীল জল, সে কি তুমি নও? বিষন্ন নীরবতার মাঝে এক বিন্দু অভিমান, সে কি তোমার নয়? তবে দৃঢ় মৃত্তিকাকে স্পর্শ করা... কবেকার সে স্বপ্নযাত্রার সঙ্গী হতে দ্বিধা রাখ কেন? লাল ফুলে ছোঁয়া পথের বাকে ... আঁখি পল্লবের নীরব সম্মতি কি বলে, তা কি জান? চোঁখের তারার মাঝে , রেখেছি সকল কথা চেয়ে দেখ...... .................পেয়ে যাবে ..........................বুঝে যাবে সব... কি আমি? ......কেন আমি? .............কোথায় আমার মন? দিয়ে যাবে উত্তর, দু-আঁখি পল্লব.......।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।