আমাদের কথা খুঁজে নিন

   

বেশতো স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াই চলুক দেশ

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

কি বিচিত্র এই দেশ , বেশ ভালোই চলছে। অধিক দূর্নিতি প্রবন একটি বাহিনীর দায়িত্ব কে নিতে যাবে। তার চেয়ে চলুক যেমন খুশি। কোন রাজনৈতিক ব্যাক্তিকে এই এজেন্সি দেয়ার প্রয়োজন নাই। সেই রকম সৎ অথবা নিরপেক্ষ ব্যাক্তি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জন্য পাওয়া নাও যেতে পারে। যে যাবে সেও দূর্নিতি গ্রস্থ হওয়ার ১০০% সম্ভাবনা। তার চাই তে আইজি কে আইজি শেরিফ বানিয়ে পুলিশ আইনে কিছু পরিবর্তন সাধন করে দেখা যেতে পারে। অথবা বৃটেনের মতো অন্ধ কোন রাজনৈতিক ব্যাক্তিকে এই মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া যেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।