আমাদের কথা খুঁজে নিন

   

কাঁহাতক আর সহ্য করা যায় ?



লোকজন চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমার কাছে পরামর্শ চায়। আমিও সাধ্যমতো তাদের বুদ্ধি পরামর্শ দেই। আমার নিজের, চাচাতো, মামাতো, খালাতো, পাড়াতো ভাই বোন, আত্মীয় স্বজন সময় নেই অসময় নেই আমাকে ফোন করে। বিরক্ত হই, প্রকাশ করিনা। সম্প্রতি বন্ধু-বান্ধব নিজেদের চিকিৎসাসেবা আর পরামর্শের পাশাপাশি তাদের আত্মীয় স্বজনদেরকে আমার সেল নং দিয়ে দিচ্ছে।

যখোন তখোন ফোন করে লোকজন। বুঝতে চায়না আমার্ও কিছু ব্যক্তিগত / অফিসের কাজ থাকতে পারে। দিন রাত যখোন তখোন ফোন করে। বিশেষ করে জানতে চায়: ১. অমুক রোগের জন্য কোন ডাক্তার ভালো হবে ২. সেই ডাক্তারের একটা সিরিয়াল লাগবে ৩. অমুক টেস্টের জন্য খরচ কত পড়বে ৪.ডিসকাউন্ট কত করা যাবে ইত্যাদি ইত্যাদি... গতকাল দুপুরবেলা এক বন্ধু ফোন করে বললো, তার বড়ো ভাইয়ের বসের অপারেশন হচ্ছে। আমি যেনো ভদ্রলোকের আত্মীয়দের একটু শান্তনা দেই।

তাতে বন্ধুর বড়ো ভাইয়ের একটু সুনাম আর চাকুরিতে বিশেষ সুবিধা হবে। আমি বন্ধুকে বললাম, রোগীর আত্মীয়কে আমার সেল নম্বরটা দিয়ে যেনো বলে, ফোন করতে। আমি অফিসের জরুরি মিটিং এ বসলাম। সাথে অফিসের ৫/৬ জন সিনিয়র বস। মিনিট পাঁচেকের মধ্যে পকেটের মধ্যে মোবাইল বেজে উঠলো (বলাবাহুল্য, অফিসে থাকাবস্থায় মোবাইল সবসময় ভ্রাইব্রেশন দিয়ে রাখি)।

এক রিং হয়েই থেমে গেলো। একটু পর আবার। এভাবে চলতেই থাকলো...। মিটিং শেষ হলো ৩০ মিনিট পর। বেরিয়ে দেখলাম একই নম্বর থেকে ১৭ টা মিসকল।

বিরক্ত হলেও ভাবলাম- বিশেষ প্রয়োজনে কেউ হয়তো কল করেছে। কল ব্যাক করলাম। এক মহিলা ধরলেন। কে, জিজ্ঞাসা করতেই ওই প্রান্ত থেকে বললেন- আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছে। অমুক বলেছে আপনার সাথে কথা বলতে...।

মেজাজ ভয়ানক খারাপ হলো। চিবিয়ে চিবিয়ে শুধু বললাম, ও কি আমাকে ১৭বার মিসকল দিয়ে কথা বলতে বলেছে... আর কিছু না বলে ফোনের লাইন কেটে দিলাম। ফোন রেখে বন্ধুটির উদ্দেশ্যে বললাম- শা....আ......লা.....!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.