আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যাশ (আঞ্চলিক ভাষায় ছড়া)



দ্যাশের মাইনসের কি যে অইলো থাইকতো চায় না দ্যাশে; এঁইক্কা করি ভাইগলে ব্যাকে কি যে অইবো শ্যাষে। বালা খারাপ হাগল ছাগল উইটছে ব্যাকের নিশা; ইয়ানে যায় হিয়ানে যায় টোগায় খালি ভিসা। ট্যাঁয়া হইসা উধার করি বেচি ঘডি বাডি; বেয়ান বিয়াল বদিল্যা দি গাদার মতো খাডি। দরকার অইলে ট্যাঁয়ার আশায় দইরবো বাপের কলার; বিদ্যাশে যাই আইনবো টোগাই গরম গরম ডলার ! ব্যাকের আশা এক্কোই দানে মাইরবো খালি ছক্কা; বইর বাঙ্গনের ডর করে না গোঁচ মারি দ্যায় টক্কা। বিদ্যাশ বিদ্যাশ করি খালি বেদিশা অই কান্দে; হাইল্যে মানুষ টিকট কাডি যাইতো চলি চান্দে ! বি.দ্র.- মাইনসের-মানুষের, এঁইক্কা-এমন, ভাইগলে ব্যাকে-ভাগলে সবাই,ইয়ানে-এখানে, হিয়ানে-সেখানে,টোগায়-খোঁজে,ট্যাঁয়া হইসা-টাকা পয়সা,উধার-ধারকর্জ,বেয়ান বিয়াল-সকাল বিকাল, বদিল্যা দি-দিনমজুরি করে, আইনবো টোগাই-খুঁজে আনবে, এক্কোই দানে-একদানে,বইর-পা,গোঁচ-মালকোচা,টক্কা-লাফ,বেদিশা-অস্থির,হাইল্যে-পারলে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।