আমাদের কথা খুঁজে নিন

   

ফক্সি প্রক্সি

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!

কাঙাল মামা ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৪ টায় একখান পোস্ট দিয়াছিলেন মজিলা ফায়ার ফক্স এর এড-অন এর উপর আমি তার লেখার সাথে একটু এড করতাম চাই। আমি যে এড অনটার কথা বলব তার নাম ফক্সি প্রক্সি খুব কাজের একটা এড অন ইহা ব্যবহার করত আপনি আপনার আই পি এড্রেস পরিবর্তন করতে পারবেন আর জানেন ই তো আই পি এড্রেস পরিবর্তন করতে পারলে আপনি ইচ্ছা মত যে কোন সাইট ভিজিট করতে পারবেন যদিও তা আপনার নেটওয়ার্ক সার্ভিস প্রভাইডার বন্ধ করে রাখে। বোধ করি অনেক সময় অনেকেই এই ধরনের অভিযোগ করে থাকেন যে এই সাইট ব্লক করছে নেট লাইনের উপর কড়া নজরদারি চলছে। এই সকল বাধা দূর করুন শান্তিতে থাকুন আরামে থাকুন আর আমার লাইগা একটু দোয়া কইরেন । ধুর ফেদা কথা কইতে কইতে সময় নস্ট করছি এইবার শুনেন কিভাবে উহা করিবেন।

প্রথমে নিচে প্রদত্ত লিঙ্ক এ ক্লিক করত মজিলা ফায়ার ফক্স এর এড-অন পেজটিতে যান। Click This Link এড টু ফায়ার ফক্স বোতামে চাপ দিন। এড হইয়া গেলে ফায়ার ফক্স পুন্রায় চালু করুন। আপনার ফায়ার ফক্স আপনাকে ফক্সি প্রক্সি এর ওয়েব পেজে লইয়া যাইবেক। সেইখানে একখানা বানী সহ চিত্র (ভিডিও) পাইবেন উহা একবার দেখিলেই আপনার দিব্য চক্ষু খুলিয়া যাইবেক।

http://foxyproxy.mozdev.org/ তাহার পর-ও যাহারা সমস্যা বোধ করিবেন তাহারা আমাকে ইমেইল করিতে পারেন (যদিও জানি লাগিবে না)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।