আমাদের কথা খুঁজে নিন

   

ভেজালকারীরা ও বখাটেরা নির্বিবাদে এগিয়ে যাও



১৮ জুলাই, ২০০৯ইং-এর দৈনিক ইত্তেফাক ও দৈনিক নয়া দিগন্ত যে দু'টি খবর পরিবেশন করেছে, তাতে তোমাদের পোয়া বারো। মোবাইল কোর্ট বন্ধ করে দেওয়ায় ভেজালকারীরা এবার থেকে নির্বিবাদে ফরমালিন সহ মানব-জীবন ধ্বংসকারী দ্রব্য মিশ্রিত করে সেগুলি বাজারজাতকরণের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারকে সাহায্য করতে পারবে। তা এজন্য কি পরিমাণ টাকা তোমরা রাজনৈতিক নেতাদের পকেটে ঢুকিয়েছ, তা দয়া করে জানাবে কি ? আর বখাটেরা ! তোমাদের জন্য সুখবর হলো পুলিশের ভাইস স্কোয়াডের কার্যক্রম থেমে গেছে। এবার থেকে তোমরা স্কুল-কলেজ গামী ছাত্রীদের সাথে যা খুশি তাই করতে পারবে। তোমাদের কেউ কিছু বলারও সাহস পাবে না। এ দুটি খবরই প্রমাণ করে রাজনৈতিক নেতাদের চরিত্র কতটুকু অধঃপাতে নেমেছে। দেখে শুনে মনে হচ্ছে আগামীতে ভেজাল ও বখাটেপনাতে এ দেশ অস্কার পুরস্কার ছিনিয়ে আনতে সক্ষম হবে। ছিঃ ছিঃ ছিঃ। ওয়াক থু। নানক সেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.