আমাদের কথা খুঁজে নিন

   

কতগুলা ফর্মূলা - পর্ব ০১

ইহা এক খানা ভানান বুল সর্বস্ব ভ্লঘ !!!

ঈদ এর ম্যাগাজিন অনুষ্ঠান: ০১. প্রথমেই গান ০২. দুইটা ধুমসীর নৃত্য পরিবেশন ০৩. আবারো গান ০৪. কিছুক্ষন কাতুকুতু ০৫. এইবার একটা প্রতিবেদন - গরীর এর ঈদ কেমন হলো ০৬. আরেকটা গান ০৭. আপার ঈদ কেমন হলো? বাংলা ছবির নায়িকার সাক্ষাৎকার (আমি আজ অনেক পোলাউ খেলাম, অনেক টাকা সালামী পেলাম) ০৮. গানে গানে বিদায় হিন্দী সিরিয়াল: (মোট ১৪৭৮৯ পর্ব) পর্ব ১-২০: নায়ক নায়িকার দেখা হবে পর্ব ২১-৪০: নায়ক কেমনে নায়িকারে পটাবে সেই প্ল্যান পর্ব ৪১-১০০: নায়ক নায়িকা কে পটানোর চেষ্টারত পর্ব ১০১-২৫০: ওদের বিয়ে অনুষ্ঠান পর্ব ২৫১-৫০০: হঠাৎ আবিস্কার হবে নায়ক/নায়িকার আগে একটা বাচ্চা ছিল, যার জন্ম পরিচয় নিয়া কিঞ্চিত সন্দেহ আছে পর্ব ৫০১-১০০০: সেই বাচ্চারে নিয়া নানামুখী জটিলতা পর্ব ১০০১-২৫০০: নায়ক নায়িকার ডিভোর্স হবে পর্ব ২৫০১-৫০০০: পর্ব ১-২৫০০ রিপিট, তবে এইবার নতুন মুখের আবির্ভাব হবে। নতুন নায়ক নায়িকা হবে পুরানগুলার পোলাপান, অথবা আগের গুলার আবার প্রেম ও বিয়া হবে নতুন নায়ক নায়িকার সাথে। পরিশেষে আবার ডিভোর্স। পর্ব ৫০০১-১৪৭৮৯: পর্ব ১-৫০০০ এর কন্টিনিউয়াস রিপিট, এবং হঠাৎ ১৪৭৮৯তম পর্বে সিরিয়াল মাঝপথে শ্যাষ। ইন দ্যা মিন টাইম প্রথম নায়ক নায়িকা দাদা দাদি হইলেও কেউই বুড়া হয় নাই।

দুই একজন অবশ্য এর মধ্যে দুই চাইর বার মইরা জিন্দা হইসে এবং আবার মরসে। বাংলা ছিঃনেমা: ০১. নায়ক নায়িকার দেখা হবে। ধুমসী নৃত্য। চাক ভুম ভুম। ০২. ভিলেন ও নায়িকারও দেখা হবে ০৩. ভিলেন নায়িকার ইজ্জতের উপর হামলা করবে ০৪. নায়ক বাচাবে।

এইখানে একটা মারাত্মব পিডাপিডি হবে। এই পিডাপিডিতে সব কিসু ভাইঙ্গা চুরমার হবে, কিন্তু ভিলেন মরবে না। ০৫. নায়ক নায়িকার প্রেম হবে। ধুমসী নৃত্য। চাক ভুম ভুম।

০৭. নায়িকার বাপ মানবে না, তাই আবার ধুমসী নৃত্য। চাক ভুম ভুম। ০৮. ভিলেন ফেরত। আবার পিডাপিডি হবে। নায়কের জয়।

এবং চাক ভুমভুম। ০৯. নায়িকার বাপ এবং ভিলেন হাত মিলাবে, নতুন ক্যারফা। কারন আঙ্কেল চান তার মেয়ে ভিলেন কে শাদী করুক। ১০. নায়িকা বেডরুমে বন্দি। ধুমসী বিছানায় উপুর।

পুনরায় চাক ভুম ভুম। ১১. নায়ক এন্ড ভিলেন বোথ এর আগমন। বিশাল আকশন, তুমুল মাইর। শ্যাষ দৃশ্যে পুলিশের প্রদর্শনী, ভিলেন ধরা, নাইলে মরা। প্রথম চাক ভুম ভুম রিপিট এবং সমাপ্ত।

(চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।