আমাদের কথা খুঁজে নিন

   

আর একবার স্বদেশী আন্দোলন হয়ে যাক।



"আমার স্বপ্ন আমার দেশ। আমার ভাল লাগা আমার দেশ। আর আমার কান্না?? সে ও আমার দেশ। " ভাল লাগছেনা। আমার ভেতর কিছু অহমবোধ কাজ করে।

কখনো খারাপের কাছে মাথা নত করতে শিখিনি। কিন্তু শুধু আমাকে নিয়েইতো জগৎ নয়। আমিতো এই বিশাল দুনিয়ার নগন্য একটি প্রণী মাত্র। কিন্তু আমার দেশ? আমার দেশতো নগন্য নয়। আমরা স্বাধীন, সার্বভৌম।

কি নেই আমার দেশের? কোন দিক থেকে আমরা অপরিপূর্ণ ? আসুন গান্ধীজির মত আমরাও স্বদেশী আন্দোলন শুরু করি। আমাদের দাদা-নানা রাতো এদেশের পন্য ব্যবহারকরেই বেঁচে ছিলেন। কলকাতায় বাংলাদেশের সাবান, কসমেটিকসের বিশাল চাহিদা। অথচ ওদের দেশে আমাদের পন্য নেয়না। আমাদের টিভি চ্যানেল ওরা দেখায় না!!!!! আর আমরা??? নিজেরাই নিজেদেরকে ছোট করে রাখছি।

আসুন আমরা আর একবার স্বদেশী আন্দোলন শুরু করি,,,,,,,,, ভারতীয় সবকিছু বর্জন করি,,, ফারাক্ক, টিপাইমুখ, দক্ষিণ তালপট্টি, করিডোর এর প্রতিবাদ স্বরূপ। আর বলি--------- আমার বাংলা মা,,, আমি তোমায় ভালবাসি,,,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।