আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
জলপাখি ও ঢেউকন্যা আর আমি
____________________
সমস্ত বালুচর ডুবে গেলে নদীর বুকে ছবি এঁকে
উড়ে যায় জলপাখি আর ঢেউকন্যা
উজানের গন্ধে মাতোয়ারা মন রুপালি তরলে উতলা যৌবন
উজানেই বসে আছি
ভাটির টান নেই
কখন যে শুরু হবে জলের পতন
প্রতীক্ষায় আছি মোহনা জল
আমাকে রেখেই চলে যেওনা সমূদ্রস্নানে।।
_____________
বৃহৎ পূর্ণিমার নীলাভ জোছনা
__________________
ছায়াগাছের পাতা ছুয়ে
উঠে এলো পুষ্ট পূর্ণিমা অস্থির দূরত্ব যেন নীলাভ আত্মিয়
তুলোজমাট জলেরা কালো থেকে আলো হতে হতে অস্তিত্ব জানালে আমার জানালায় ফনিমনসার ছায়া
আমার চোখ অথবা ভূতুড়ে বৃক্ষের ডালে নীরব পেঁচায় জাগ্রত হৃদ
আহা
জানালার কার্নিশ
অনভিপ্রেত গ্রহণ, ধোঁয়াশানীল আকাশ
সে দৃষ্টির আড়ালে গেলে আমার অর্ধবুজা চোখে আঁধারের বসতি শুরু হলে
চোখের কপাট বন্ধ করে অন্ধকারে আবার জাগিয়ে দিলাম
বৃহৎ পূর্ণিমা, নীলাভ জোছনা।।
__________________
_________ বাকী অরিন্দম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।