আমাদের কথা খুঁজে নিন

   

প্রবলেমটা কোথায়?

এই েবশ ভাল আিছ

আমি দীর্ঘদিন ধরেই সামহোয়ারের একজন পাঠক ছিলাম। শুধু পড়তাম কিন্তু কিছু লিখতাম না। এই অর্থে আমাকে হয়তো ব্লগার বলা যায় না। পরীক্ষা শেষ হওয়াতে কিছুটা অবসর আছি তাই চিন্তা করলাম অনেকদিনতো শুধু পড়লাম, এখন একটু ব্লগানো যাক। যেই ভাবা সেই কাজ, এই নিকটা খুললাম, একজন পুরনো ব্লগারের সার্বিক সহযোগিতায় একটা নিক খুললাম এবং সেই সাথে একটা ভূলও হয়তো করে ফেলেছি। এমন একটি মেইল দিয়ে আইডি খোলা হয়েছে যা আমার পারিবারিক সদস্যগন এবং ক্লোজ দুই-একজন বন্ধু-বান্ধবী ছাড়া আর কেউ জানে না। এই এড্রেস আমি পারিবারিক এবং ব্যাক্তিগত যোগাযোগ ছাড়া অন্য কোথাও ব্যাবহার করিনা এবং অপরিচিত কারো সাথে শেয়ারও করিনা বিধায় এটি নির্দিস্ট কয়েকজন ছাড়া জানার কথা নয়। কিন্তু ইদানিং নতুন এক সমস্যার উদয় হয়েছে, প্রতিদিনই অপরিচিত এড্রেস থেকে প্রচুর মেইল আসে যার অধিকাংশই ফ্রেন্ড রিকোয়েস্ট ফলে আমি চরমভাবে বিরক্ত। আমার বক্তব্য হলো এই ঘটনাটা সামু নিক খোলার পর-পরই শুরু হলো কেন ? সামুতে প্রাইভেসি বলতে আসলেই কিছু আছে কি? কারণ আমি এছাড়া আর বিকল্প কিছুই এই মুহুর্তে ভাবতে পারছিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।