আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক এবং অন্যান্য

ইহা এক খানা ভানান বুল সর্বস্ব ভ্লঘ !!!

ফেসবুক আমার ভালো লাগে না। তবুও আসক্তিটা ঠেকানো যাচ্ছে না। প্রতিদিন একটু একটু করে বাড়ছে। আগে ভালোই ছিলাম। অফিসে ফেসবুক ব্লকড্‌।

কিন্তু ই৫১ কেনার পরে পড়লাম মুশকিলে। মোবাইল এখন আমাকে ফেসবুকার বানিয়ে ফেলছে। এইসব সাইটগুলো এখন প্রতিযোগিতা দিয়ে বাড়ছে। অবাক হলাম নকল শুধু এখন আর মেয়েদের কসমেটিকস্‌ এর মধ্যে সীমাবদ্ধ নেই। ফেসবুকের ও নকল বেরিয়েছে।

হায় ডিজিটাল পৃথিবী। সবকিছুরই নকল থাকতে হবে। আমাদের দেশের মেধাবী সন্তানেরা একটা সাইটকে প্রায় হুবুহু নকল করতে পারলো। আফসোস, তার চেয়েও ভালো কিছু তৈরী করতে পারলো না। কেন পারি না আমরা? আমরা কি ওদের চেয়ে কম পারি নাকি? আমাদের চিন্তাভাবনা গুলো কোথায় যেন সীমাবদ্ধতার জট পাকিয়ে আছে।

একদম ঠিক হচ্ছেনা এটা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.