আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতি বিরোধী শপথ

দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই-এখনই...

দুর্নীতি বিরোধী শপথ নেয়ার মধ্যদিয়ে টিআইবি-সনাক-ইয়েস-এর জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি'র সচেতন নাগরিক কমিটি সনাক ও ইয়েস গ্রুপের উদ্যোগে ১১ জুলাই কুড়িগ্রাম আইনজীবি সমিতি অডিটরিয়ামে কুড়িগ্রামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ১২৫ জন ছাত্র-ছাত্রীদের তাদের এই অনবদ্য কৃতিত্বের জন্য সম্মননা পত্র তুলে দেয়া হয়। এই উপলক্ষে শিক্ষাবিদ মো: শাহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সনাক আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ, শিক্ষাবিদ নন্দিতা চক্রবর্তী, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু , টিআইবি'র এলাকা ব্যবস্থাপক আশরাফ মাহমুদ প্রমূখ। বক্তারা বলেন, জিপিএ-৫ প্রাপ্তদের নিকট হতে জাতির অনেক প্রত্যাশা, এই প্রত্যাশা পূরনে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দুর্নীতি বিরোধী চেতনা ও মূল্যবোধ ধারন, লালন এবং পালন করতে হবে। অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্তরা দুর্নীতি-বিরোধী শপথ করে ভবিষ্যতে দুর্নীতি না করার অঙ্গীকার করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.