আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতি----------------

আজ আমার মন ভাইয়ের কত টুকু ক্ষোভ মানুষ জমিয়ে রাখতে পারে অন্তরে? কাছে টেনে পাশে রেখে জানতে চাইলে বুঝতে পারবেন। পোস্টটি পড়ে কিছু কথা মনে পড়ে গেল। আমার অভিজ্ঞতায় শুধু সরকারি কর্মকর্তা আর কর্মচারিরাই দুর্নীতি করেন না। শিক্ষকরাও করেন। আমি মার্স্টাস পরীক্ষা দেওয়ার পর এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সাথে ৬ মাস কাজ করেছিলাম একটি প্রজেক্টে।

বাজেটে আমার বেতন ও ধরা ছিল। প্রজেক্টে শেষ হওয়ার ৭ দিন আগে আমি আরেকটি চাকরীতে জয়েন করি। নতুন চাকরীর কাজ শেষ করে এসে আবার অধ্যাপকের কাজ করে দিতাম। কিন্তু শেষ মাসের কোন বেতন পাইনি। আমাকে বলা হয়েছিল আমি নাকি পুরা মাস ফুল টাইম কাজ করিনি।

অথচ যে ক' দিন ফুল টাইম কাজ করেছি তারও কোন পেমেন্ট দেওয়া হয়নি। অধ্যাপক আমাকে বলেছিলেন - তোমার তো টাকার কোন দরকার নাই। এই অধ্যাপককেই পরে দেখেছিলাম একই সাথে সরকারি এবং বেসরকারি সংস্থায় কনসালটেন্ট হিসেবে কাজ করতে। দুই জায়গা থেকেই উনি ফুলটাইম পেমেন্ট নিতেন। এই রকম ঘটনা আরও দেখেছি।

ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম। সেই বৃত্তির টাকা কখনও চোখেও দেখিনি, কারণ তুলতে পারিনি। ঘটনা সেই একই দুর্নীতি। টাকা তুলতে হলে স্কুলের পিয়ন এবং শিক্ষকদের ভাগ দিতে হবে যা আমার আব্বা মানতে পারেন নি। এই যদি হয় আমাদের শিক্ষকদের চরিত্র তাহলে সাধারণ কর্মচারীদের কাছ থেকে আমরা কিইবা আশা করতে পারি।

উপরে উল্লিখিত পোস্টের বৃদ্ধ মানুষটির মতো কিছু মানুষ আছে বলেই হয়ত এখনো বাংলাদেশ টিকে আছে। তবে যে হারে দুর্নীতি বাড়ছে তাতে ভবিষ্যৎ পুরাই ঝরঝরা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.