আমাদের কথা খুঁজে নিন

   

BRTA কতপ্রকার ও কি কি? (ঘুষ সমাচার)

এগিয়ে যাও ...

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (BRTA) আমি কয়েকটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললামঃ ১. প্রথম লাইসেন্স আবেদনের ৪বছর পর মোট ৪বার পরীক্ষা দেবার পর লাইসেন্স পাই। প্রতিবার পরীক্ষার সময় কিছু ঘুষের বিনিময়ে পাস করিয়ে দেবার প্রস্তাব আসতো। আমি রাজী না হওয়ায় প্রতিবারই কোনও না কোন কারণ দেখিয়ে অনূত্তীর্ণ দেখানো হতো। ২. শেষবার জিজ্ঞেস করেছিল "এত বার কেন পরীক্ষা দিতে হচ্ছে?" আমি বলেছিলাম "ঘুষ না দেয়ায়" আশ্চর্যের ব্যাপার হলো ঐবারই আমাকে লাইসেন্স দেয়া হয়, এবং কোনও প্রশ্ন না করেই! ৩. লাইসেন্স কার্ড দেয়ার কথা ৬মাস পরে। অথচ ১৮ মাস পরেও তা না পেয়ে অভিযোগ করলাম।

আমাকে বলা হলোঃ আপনিই সেই মানুষ!?? আমি অবাক! পরে বুঝলাম আমি ঘুষ না দেয়ায় ওদের কাছ খলনায়ক! ৪. লাইসেন্স কার্ডের আশা ছেড়ে দিয়েছিলাম প্রায়। এমন একদিন খবর পেলাম আমার ৫ব্যাচ পরের আবেদনকারীও কার্ড পেয়ে গেছে! আমি পূণরায় গেলাম। হাতে কার্ড দেয়ার আগে বললোঃ ঘুষ দিবেননা ঠিকাছে কিন্তু চা-পানির টাকা দিন। !! ৫. আমি প্রতিজ্ঞা করলাম আর কখনো বি.আর.টি.এ তে বাধ্য না হলে যাবনা। (কিন্তু বিধি-বাম।

প্রতি বছর গাড়ীর ট্যাক্স দিতে যেতে হয়। আর এরকম লড়াই করে করে আমি ক্লান্ত। ) জানিনা হয়তো একদিন আমিও ওদের কাছে হেরে যাব। প্রভূ! আমাকে শক্তি দাও।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।