আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমা নাসরিনকেই যে অনুসরন করতে হতে তার তো কোন মানে নাই।



ইদানিং কোরান,আল্লাহ বা অন্য কোন ধর্মগ্রন্থ নিয়ে বিতর্কিত ব্লগ লিখা,আলোচনা বিশেষ করে সমালোচনা একটা ফ্যাশন হয়ে দাড়িয়েছে। আমার এই ব্লগ প্রকাশিত হবার পর হয়তো এই সমালোচনার তীর আমার দিকে ছোড়া হতে পারে। আমি যতটুকু বুঝি সেটা হল পৃথিবীর কোন ধর্মই খারাপ না,কোন ধর্মেই খারাপ কথা লেখা নেই । কোন ধর্মই মানুষকে খারাপ কোন শিক্ষা দেয় না। কিন্তু তারপরেও ধর্ম আমাদের কি ক্ষতি করলো যে এটার বিরুদ্ধে লিখতে হবে, সৃস্টিকর্তা বা আল্লাহ বা ভগবান যে নামেই আমরা তাকে ডাকি না কেনো এ দুনিয়ার সৃস্টিকর্তা বলে তো একজন আছেন ।

এটা বিশাস না করে যারা তাতে বিশাস করে তাদের ধর্মানুভুতিতে আঘাত করে স্মার্ট হবার কিছু দেখিনা। আর যারা নাস্তিক তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যাবার অনেক রাস্তাইতো খোলা আছে। ধর্মগ্রন্থ বা আল্লাহ'র সমালোচনা করার প্রয়োজন দেখি না । আলোচনায় আসার জন্য তাদের তসলিমা নাসরিনকেই যে অনুসরন করতে হবে তার তো কোন মানে নাই। নাস্তিকদের কথা শুনে বা তাদের লিখা পড়ে কারো বিভ্রান্ত হওয়া উচিত না ।

কারন ইবলিশ শয়তান সারাক্ষন আমাদের পিছনে লেগে আছে আমাদের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে দেবার জন্য। যে কারো সব ভুল ধারনা ভেঙ্গে যাবে যদি কেউ গভীর মনোযোগ সহকারে কোরান শরীফের বাংলা তরজমা পড়েন। ১বার ২ বার বা ৩বার পড়ার পর দেখবেন কোরানের অনেক কিছুই আপনি বুঝতে পারছেন। কোরান শরীফ ১ বার পড়ার পর আপনার মনে হবে এর অনেক কিছুই আপনি বুঝতে পারেননি। কিন্তু কয়েকবার পড়ার পর আপনার কাছে অনেক ব্যাপারই পরিস্কার হয়ে যাবে।

আল্লাহ আমাদের সবার সহায় হউন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।