আমাদের কথা খুঁজে নিন

   

কালকে রাজধানীর গাবতলী-মহাখালী ও সায়েদাবাদ হাটে কুরবানির বলদ আসবে প্রচুর।

জয় বাংলা আর কী বলব? যেগুলা এইভাবে এখনো বাংলাদেশের মানুষ ও মাটির বিরুদ্ধে একাত্তরের মতই লড়ে, সব জানার পর, সব বোঝার পর, সব দেখার পর, আবার পরাজিত হওয়ার চান্স নেয়, আরো বেয়াল্লিশ বছর- ইমাজিন করেন তো, শতভাগ সত্যি বলেন, যেই বলদগুলান আসতাছে, আরো বেয়াল্লিশ বছর পরে হলেও সেগুলার বিরুদ্ধে নাশকতার অভিযোগ উঠবে না? তখন ওই বুইড়াগুলা বলবে, আমরা সেদিন ঢাকায় এসেছিলাম শাবাগ যোগ দিতে। ওদের পোলারা বলবে, গঠনা সইত্য। ইতারা সব শাবাঘ ষৈনিক। আর নাতিরা আবার যুদ্ধ করবে। এইভাবে পরাজিত শক্তি ঘৃণিত হতেই থাকবে।

আরে, জায়গামত কাটা বলদের বলদামি করার মধ্যেও তো একটা লিমিট আছে, না? আই অ্যাম ফেডআপ। বাংলাদেশের মানুষ, এইটা থেকে শিক্ষা নাও। রাডিকাল কিছুই ভাল না। রাডিকাল নাস্তিকতাও ভাল না। রাডিকাল যা করবা, সেইটাই তোমারে মেশিন বানায় দিব তা দম্মবিত্তিক জামাত হোক, শিবসেনা হোক আর ষাতিবিত্তিক নাজি হোক আর নাস্তিকতা ভিত্তিক চরম কমুনিজম হোক।

এই চেডের রেডিকালিজম যে কী পরিমাণ খারাপ আজকে বুঝতাসি। আর ওই বলদগুলাও কী সুন্দর আইতাসে। ভাইজানরা, মনে রাইখেন, আপনে বলদও না, বলদের ক্রেতাও না। বাইরে বাইর হইয়েন না। অগুলা বলদ হইলে কী হবে, শিঙ শক্তি দুইটাই আছে।

ফেডআপ। জাস্ট ফেডআপ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।