আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাতেন ক্যা? নো হাংকি-পাংকি টিপাইবাঁধ হবেই হবে।

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

মরুভূমি হইলে হোক আমি লাভমান হবো। আমরা লাভমান হবো। আমরা সুশীল, আমরা দালাল, আমরা মাসোহারা পাই। আপনারা মিয়া হুদাহুদি চ্যাতেন ক্যাঁ? সারাজীবন দেখছেন না আমরা চেতনা নিয়ে লাফালাফি করছি।

ব্লগে দেখেন নাই আমরা দেশের জন্য মায়াকান্না কইরা গলা ভিজাইছি। কি না করছি আজায়গায়-কুজায়গায় যেখানে মানুষ ন্যাংটো দেখতে যায় সেখানেও আমি কামভাবের বদলে দেশভাব জাগায়য়া উঠানোর চেষ্টা করছি। পত্রিকায় মা মাতৃকার জন্য কেমনে ডুকরে কাঁদছি সেইটা কি আপনাদের চোখে পড়ে নাই। এখন মিয়া কিছু কামাই-দামাই করুম আর আপনারা মিয়া হুদাহুদি চিল্লাচিল্লি করতেছেন। মনে আছে আপনাদের আমাদের এক সগোত্রীয় ভাই ফুলবাড়ী কয়লাখনি নিয়া প্রথমআলোতে লিখা না আসায় প্রথমআলো বয়কটের ঘোষণা দিসিলো।

সেই ভাই কিন্তু এইবার চুপ। দাদারা উনারে ব্যাপকস ভাবে দিসে। কইয়া দিয়েননা আবার। কি আমারে ভন্ড মনে হইতাছে। ঠিকই ধরেছেন আমি চেতনা ব্যবসায়ী।

এইটা একটা ফাঁদ। মুখে বলি এক কথা অন্তরে পুষি ভারতের ব্যাথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.