আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্য রাখুন যাতে হারিয়ে না যায় আপনার ব্রাউজারের ফেভারিট/বুকমার্ক লিস্ট......


প্রয়োজনে অথবা অপ্রয়োজনে আমরা নিয়মিত নেট সার্ফিং করেই চলেছি। সার্ফিং শেষে মন্দ বা অপ্রয়োজনীয় সাইটগুলোর কথা আমরা তেমন মনে রাখিনা কিংবা রাখার চেষ্টাও করিনা। কিন্তু ভাল এবং প্রয়োজনীয় সাইটগুলো আমরা ফেভারিট বা বুকমার্ক করে রাখি। আর এভাবেই দিনে দিনে আমাদের প্রিয় ও প্রয়োজনীয় সাইট গুলো বুকমার্কিং/ফেভারিট করার মাধ্যমে ব্রাউজারের ফেভারিট লিস্ট সমৃদ্ধ হয়ে উঠে। কিন্তু কেমন লাগবে যদি হঠাৎ করে এই লিস্ট হারিয়ে যায়! অবশ্যই খারাপ লাগার কথা...... মাঝে মাঝে সিস্টেম ক্র্যাশ করলে নতুন করে সিস্টেম সেটআপ দেয়া লাগে তখন আর এই ফেভারিট লিস্ট খুজে পাওয়া যায়না।

অন্যান্য সমস্যার কারনেও এই বুকমার্ক/ফেভারিট লিস্ট হারিয়ে যেতে পারে। তাই এখনি সতর্ক হতে হবে………. নিচের ছোট্ট টিপসটি অনুসরন করে খুব সহজেই আপনার বুকমার্ক/ফেভারিট লিস্ট হারিয়ে যাওয়া থেকে রেহাই পেতে পারেন। Internet Explorer ব্যবহারকারীদের জন্যে- ইন্টারনেট এক্সপ্লরারের File মেনু থেকে Import and Export... সিলেক্ট করুন, এরপর Export to a file সিলেক্ট করে Next -এ ক্লিক করুন। তারপর Favorites সিলেক্ট করে আবার Next। এবার Favorites ফোল্ডার সিলেক্ট করে Next চাপুন।

তারপর আপনার বুকমার্ক লিস্টটি যেখানে সেভ করতে চান, সেই লোকেশান সিলেক্ট করে Export -এ ক্লিক করুন। এভাবে আপনার ব্রাউজারের বুকমার্ক লিস্টটি bookmark.htm ফাইল আকারে সেভ হবে। সেভ করার পরে ফাইলটি আপনার কম্পিউটারের যে ড্রাইভে উইন্ডোজ আছে সেটি বাদে অন্য যেকোন ড্রাইভে নিরাপদে রেখে দিন। এরপর যদি নতুন উইন্ডোজ সেটআপ বা অন্য কোন কারনে আপনার ব্রাউজারের বুকমার্ক লিস্টটি হারিয়ে যায় তাহলে সেটি ফিরে পেতে একইভাবে File> Import and Export...তারপর Import from a file সিলেক্ট করে Next চাপুন। তারপর Favorite সিলেক্ট করে আবার Next চাপুন।

তারপর আপনার কম্পিউটারে সেভ করা bookmark.htm ফাইলের লোকেশানটি সিলেক্ট করে Next -এ ক্লিক করুন এরপর Favorite সিলেক্ট করে Import -এ ক্লিক করুন then Finish! দেখুন আপনার বুকমার্ক লিস্টটি ঠিক আগের মতই আছে। মজিলা ব্যবহারকারীদের জন্যে- ধরে নিচ্ছি বাকি কাজটুকু আপনারা নিজেই করতে পারবেন, তাই আর বিস্তারিত লিখলাম না .......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.