আমাদের কথা খুঁজে নিন

   

পিপড়েরা লাইন ধরছে

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । বিএনপি আছে মাইনকার চিপায় । না পারে সইতে আর না পারে কইতে ! এরা একেকদিন একেক কথা কয়, কয়েকদিন আগে হান্নান শাহ এক কথা কইল আর গত পরশু শাহবাগে আন্দোলনকারীদের নিকট নতুন এক ফর্দ পেশ করে কিছু দাবী যোগ করার পরামর্শ দিল । আহারে প্রবল প্রতাপশালী রাজনৈতিক দল বিএনপিকে এই তরুন জনসমর্থনের কাছে কতই না অসহায় দেখাচ্ছে ! সচেতন জনগন যে আসলে কি জিনিস তা বোধহয় নেতারা হাড়েহাড়ে বুঝতে শুরু করেছে । বিএনপি না পারে জামাতের সঙ্গ ছাড়তে আর না পারে আন্দোলনের বিরোধীতা করে জনপ্রিয়তা হারাতে ! তবে এতকিছুর পরেও চেষ্ঠা চলছে যেন গুড়ের ভাগ মিস না হয় এখানে আমরা সবাই জানি যে গত কয়েকদিনের আন্দোলন ভোটের রাজনীতিতে একটি বিরাট ভূমিকা রাখবে । আমার ব্যাক্তিগত ভাবনা হলো যদি বিএনপি জামাতের সঙ্গ ছাড়ে তাহলে এতে সবচেয়ে লাভবান হবে বিএনপি । আর যদি না ছাড়ে তাহলে সবচেয়ে লাভবান হবে জামাত । কেননা বিএনপির কারনেই সরকার এখনো জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হেজিটেশনে ভুগছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.