আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতা



শূন্যতা আমার কাছে কোন শূন্যতা নয়, শূন্যতার মাঝেই পূর্ণ রয় সবসময়। জানি বলেই বলছি, হৃদয়ের অকপটে, জীবন চিরন্তন আজ মৃত্যুর কপটে। হৃদয়ের ফাঁকি হৃদয় না বুঝলেই শূন্য, থাকবে না চারদিক যেন সত্যে পরিপূর্ণ। মা বলে ডেকেছি যারে সে আজ কোথায়, এও সত্য মায়ের মাঝেও ফাঁকি থেকে যায়! তা না হলে কি ভালোবাসাহীন যৌনতায়, শিশু জন্মেছে পৃথিবীতে শুধু যে বৃথায়। যে পথ চলার প্রথমেই অধিকার বঞ্চিত, মানুষ নীরব হয়ে আছে যেন রক্ষিত। কাকে রক্ষার জন্য আজ এত আয়োজন, ভাব মন শুধু কি তোমার স্বার্থের প্রয়োজন। চারদিক উন্মাদ শুধুই মিথ্যার কলরব, বিভ্রান্তি, অনাসৃষ্টির মাতমএ মেতেছে সব। কি নেশায়, কি আশায় মনে বেঁধেছ স্বপন, ভাবিও গভীরভাবে না হলেই রবে গোপন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।