আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতা



শূন্যতা নিয়ে কিছু লিখব ভাবছি... কিন্তু, কি? কিছু লিখতে গেলেই যদি শূন্য আর শূন্য না থাকে? ব্যপারটা বেশ প্যাঁচালো। একে ভাবা যায় না, কারন ভাবতে গেলেই তো কিছু একটা নিয়েই ভাবতে হয় - তাই না? আবার, একে অন্য কোন রকমে conceptualize ও করা যায় না, কারন কিছু যৌক্তিক সমস্যার মধ্যে পড়তে হয় তখন। ধরুন - astrophysicists রা বলেন, মহাজগত (universe) দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে। এই প্রসঙ্গে মহাজগত বলতে কি বুঝায় সেটা একটু পরিস্কার হয়ে নেওয়া প্রয়োজন। খুব কথায় সারতে চাইলে বলা দরকার - মহাজগত হল “সব” কিছু। একদম সবকিছু। এখন, এটাই যদি হয় মহাজগতের সংগা, এবং astrophysicists দের ঐ কথা যদি সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠে - সম্প্রসারিত হয়ে যাচ্ছে কোথায়? বা, অন্যভাবে - মহাজগতের সিমান্তের বাইরে কি? কিছু কি আছে? কিছুই নেই বা শূন্যতা আছে বয়ান দেওয়াটা দেখা যাচ্ছে অত সোজা না। হাজার বছর ধরে দার্শনিকরা এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করে আসছেন, এবং বেশির ভাগ ই মনে হয় বলছেন - নাহ, শূন্যতার কোন অস্তিত্ব নেই (এর মানে বুঝাই কিন্তু বড় একটা ব্যপার...)। ... শূন্যতা বলতে কি কোন কিছুর না থাকাটাই বুঝায়, নাকি বুঝায় এমন একটা ব্যপার বা জিনিষ যা নাকি কোন কিছুই না? একটা না বোধক আরেকটা হ্যা বোধক, কিন্তু পার্থক্য বিশাল। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।