আমাদের কথা খুঁজে নিন

   

সারকোজির অন্তর্বাস

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

সারকোজি প্যান্টের নিচে অন্তর্বাস পরেন কী পরেন না-তা তিনিই ভালো জানেন। ডার্লিংদের যা কিছু খুলে যেমন দেখতে তিনি পছন্দ করেন; তা-ও জানার ইচ্ছে আপাতত আমাদের নেই; তবে, সারের পিতা কিংবা পূর্বপুরুষ জামার নিচে একটি ছোট গেঞ্জি পরতেন; প্যান্টের নিচে নিশ্চয়ই থাকতো তেমন কিছু-যেমন অন্তর্বাস। সার প্যান্টের চেইন টানতে প্রায়শঃ ভুলে যান কিনা- তা জেনেও হয় তো খুব বেশি লাভ নেই; তবে তার পিতৃপুরুষ এমন বিষয়ে যে বেশ সচেতন ছিলেন- তা অনুমান যায়; তা না হলে তিনি হয়তো আরেকটু বেশি এগিয়ে বলতেন- শুধু হেজাব নয়, নারীর জন্য যে কোন বস্ত্র গ্রহণই নিষিদ্ধ। আহা! তবে কি ফ্রান্সিসদের চেয়ে মুসলিম নারী অনেক বেশি সুন্দর হয়ে উঠছেন? অনেক আবেদনময়ী?-এবং তিনি সেই সুন্দরের সর্বনাশ চেয়ে হেজাব অর্থ্যাৎ ব্যাক্তি স্বাধীনতার বলয় ভাঙতে চাইছেন দাম্ভিক-প্রতাপে! বারাক ওবামাকে আর একটি টেলিফোন করতে কিই বা এমন খরচ হয়! বরং এই সামান্য খরচেই তার কাছ থেকে জানতে পারেন-পোশাক সংস্কারের আগে যারা আমাদের যৌনাঙ্গ, স্তন, জঙ্ঘার পেলবতা ঢেকেছিল-সেই বৃও ছিল উদার ও অহিংস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।