আমাদের কথা খুঁজে নিন

   

কবিতায় জীবন খোঁজা-৬

অ-প্রেম দুষ্টু কথায় মুখটা তো ভার, প্রশ্রয় কেনো চোখে? হাত ছোয়াঁছোয়িঁ, পিঠ ঠোকাঠুকি, বেখেয়ালী স্পর্শগুলো হঠাৎ করেই হয় সাহসী। ওমা সে কি তোমার চোখে লজ্জা শুধুই , ঘৃণা কোথায় নারী? একটু প্রশ্রয় দিতে না দিতেই লাগামছাড়া মুখ। অল্প অল্প হঠাৎ ছোয়াঁ মনে শিহরণ, ... লজ্জায় সেটা পালটে দিতে তোমার এত ছল। ওমা সেকি তোমার চোখে কাম যে শুধুই, সংযম কোথায় পুরুষ? কবিতায় জীবন খোঁজা-৫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।