আমাদের কথা খুঁজে নিন

   

কবিতায় বিপ্লব



বিপ্লব.... বিপ্লব হবে আবার কবিতায়। শব্দের রুদ্র রোষে পুড়ে পুড়ে যজ্ঞ হবে আবার। হে আমার চিরজাগ্রত বিদেহী বজ্রমুষ্ঠি নিঃশঙ্ক তুমি জেগে ওঠো কবিতার মশাল নিয়ে আমাদের প্রানে প্রানে। উদাসীন চৈতন্য পুড়ুক সুর্যের আগুনে আমি জেগে আছি একনিষ্ঠ সত্য। দ্রাবিড়তা দগ্ধ হোয়ে খুনের মতো লাল সঙ্গীতে সঙ্গীতে মুখরিত হোক নির্জীব প্রানের পতাকা জনপদ একাকার করে।

আড়ষ্টতায় বন্দী ছিলো আমাদের এই ভীষন বিপ্লবে ফেটে পড়া শ্লোগান সুদর্শন কীর্তিনাশার মোহজালে। আমি জেগে আছি জেগে আছি একনিষ্ঠ সত্য ঘাতকের অন্তিম আস্তানা ভুলুন্ঠিত করে মহাতীর্থের পথে পথে কৃষ্ঞচুড়ায় যুদ্ধের পতাকা টানিয়ে অগ্নি ঝলসিত দ্বিধাহীনতাকে আমুল উপড়ে ফেলে, আমি জেগে আছি আমার অহল্যা মায়ের দীর্ঘশ্বাস বুকে নিয়ে আমি জেগে আছি নিদ্রিতা এই রুপসীর নাম নিয়ে জেগে আছি আদিম হিংস্র মানবিক হিংস্রতার তেজী রক্তে ভিজে কবিতারা সব জেগে আছে স্বদেশী শত্রুর থাবার সম্মুখে, প্রলয়ের অশণি সংকেত লাল ঝান্ডা উড়িয়ে- ক্ষেপে ওঠা কবিতারা দন্ডায়মান- কালান্তক তোমার হিংস্রতার সামনে। কবিতায় জেগে ওঠে আমাদের আপন শ্লোগান এবং সীমাহীন বিচ্ছিন্নতা দেখে শুনে ক্ষেপে উঠেছে বিদ্রোহী কবিতা। । শ্বাশত শিশুর সুতীব্র চিৎকার তুর্যধ্বনী হোয়ে চিরন্তন কবিতার চুড়ান্ত বিপ্লব ঘোষনা করে।

। অতএব, বিপ্লব... বিপ্লব হবে আবার কবিতায়। । । ।

। । রিপোষ্ট। । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।