আমাদের কথা খুঁজে নিন

   

বাঘাবাড়ির সাবেক ব্যবস্থাপকের ভুল সিদ্ধান্তে আম্রা ৩০০ মেগাওয়াট কারেন্ট মিস কর্ছি.. হায়রে দলীয়করণ

ছাগু তোষণ নীতি নির্ভর মডারেশন প্রক্রিয়াকে ধিক্কার জানাই. ব্লগের এক কোনায় জেনোসাইড বাংলাদেশের লোগো ঝুলিয়ে ছাগু তোষণ নীতির নামে ভন্ডামি বন্ধ করুন... নইলে এই মডারেশন নীতি নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার নাটক বন্ধ করুন.. ব্লগ পর্যবেক্ষনে, আপাতত শুধু কমেন্টাই..
এই ব্লগে অনেকরেই দেখি আজকাল পেপার পত্রিকা থেকে ব্যাপক দলীয়করণের অনেক ঘটনা দিয়া পোষ্ট দিতে... পুলিশ থেইকা আদালত পর্যন্ত দলীয় করণ, নাম বদলানি আরও কত কি ....এর মাঝে কাইলকা পেপার পর্তে গিয়া একটা মজার ঘটনা দেখলাম সেইজন্য শেয়ার কর্লাম... বিন্পি জামাত ভাইয়েরা মাইনাস দিয়া যাইয়েন... তেনাগো দলীয় করণ কিনা সিরাজগন্জের বাঘাবাড়ী বিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপকের ভুল সিদ্ধান্তে তিন মাসে ২৩ কোটি টাকার ক্ষতি হা হা হা মজাক মজাক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।