আমাদের কথা খুঁজে নিন

   

স্পিরুলিনা সম্পর্কে ডাক্তারদের অভিমত

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

স্পিরুলিনা সম্পর্কে ডাক্তারদের অভিমতঃ ১। ভিটামিন এ, ভিটামিন বি ১২ এবং আয়রন- এই তিনটি 'পুষ্টি' উপাদান রক্ত তৈরীর জন্য অতি গুরুত্বপূর্ণ। এ তিনের সমন্বয়ে ওয়ান্ডার ফুড 'স্পিরুলিনা' ব্যতীত বিশ্বে অপর কোনো খাদ্যে আছে বলে আমার জানা নেই। - - - প্রফেসর ঙাঃ বি চৌধুরী ২।

আগামী দিনের মানব জাতির রক্ষাকল্পে শ্রেষ্ঠ, সফল খাদ্য হিসেবে 'ওয়ান্ডার ফুড' (স্পিরুলিনা) পরিদৃষ্ট হবে। মানব দেহে ঘাটতি পূরণে 'ওয়ান্ডার ফুড' (স্পিরুলিনা) ব্যাপক ভূমিকা রাখবে। -- - - বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩। বাংলাদেশের প্রতিটি স্বাস্থ্য সচেতন নাগরিকের মনোদৈহিক ও ঐশী শক্তি জোগাতে সম্পূর্ণ স্বাস্থ্য বান্ধব, বিপদ মুক্ত প্রাকৃতিক পরিবেশে সংগৃহিত ও প্রস্তুতকৃত স্পিরুলিনা প্লেটেনসিস-এর সার্বিক বিকাশ, ব্যবহার কামনা করছি। - - - - ডাঃ এইচ এম কে এম শামীমুল হাসান ৪।

অপুষ্টিজনিত সমস্যা, রাতকানা রোগ, রক্তস্বল্পতা, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি সমস্যা সমাধানে স্পিরুলিনার ভূমিকা উল্লেখযোগ্য্। - - - ডাঃ এফ জেড মজিদ ৫। স্পিরুলিনা ট্যাবলেটে রয়েছে ৬০%-৭০% অত্যন্ত উচ্চ শ্রেণীর কোলেষ্টেরল মুক্ত প্রোটিন যা মানব দেহের ভারসাম্যতা রক্ষায় অপরিহার্য পুষ্টির উৎস। -- সামুন্নাহার, পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল ৬। স্পিরুলিনা ট্যাবলেটে রয়েছে উচ্চ মাত্রায় জিএলএ যা মানব দেহের ক্ষতিকারক এলডিএলকে কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়।

- - - - ডাঃ শহিদুল ইসলাম, হৃদরোগ বিশেষজ্ঞ ৭। স্পিরুলিনা ট্যাবলেটে রয়েছে উচ্চ মাত্রায় বি ক্যারোটিন এবং আরও ১০টি ক্যারোটিনওয়েড যা বিভিন্ন ধরনের ক্যান্সার ও টিউমারের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। -- ইন্টারনেট ৮। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মোকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এ আর চৌধুরী, সহযোগী অধ্যাপক মীর মেসবাহ উদ্দিন, ডার্মোটোলজি ও ভেনেরিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম সাইফুল ইসলাম ২২ জন রোগীর উপর এবং বিসিএসআইআর-এর বিজ্ঞানীরা ৬০ জন রোগীর উপর স্পিরুলিনা নিয়ে গবেষণা চালান। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৯-১০ গ্রাম করে স্পিরুলিনা খাওয়ালে ৪-৬ মাস পর রোগীর আর্সেনিক জনিত চর্মরোগ সম্পূর্ণরূপে উপশম হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।