আমাদের কথা খুঁজে নিন

   

এখানে ওখানে

অতি দক্ষ মিথ্যুক না হলে সত্যবাদিতা উৎকৃষ্ট পন্থা

দুই ভাই , রহিম আর করিম, হঠাৎ করেই করিম ডিভি পেয়ে চলে গেলো আমেরিকা। সেখানে গিয়ে তেমন সুবিধা করতে পারলো না। প্রায় প্রতিটা স্টেটেই জীবিকা চেষ্টা করে হাল ছেড়ে করিম চলে আসলো ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউসের গেটের সামনের পার্কে বসে শুকনো খড় খাওয়া শুরু করলো। ওবামা হোয়াইট হাউস থেকে বের হওয়ার মুখে দেখলো একজন খড় খাচ্ছে, সেটা দেখে বিচলিত হয়ে বললো, আপনার কি হয়েছে? আপনি খড় খাচ্ছেন কেনো? করিম উত্তর দিলো, আমি খুব গরীব, কোনো কাজ নেই, এমন কি খাওয়ার কেনার পয়সাও নেই, তাই কি আর করবো, বাধ্য হয়েই খড় খাচ্ছি। ওবামা ক্ষিপ্ত হয়ে অর্থ সচিবকে ডেকে বললো, একে ভালোমতো খাইয়ে একটা চাকরি দিয়ে বিদায় করো।

তারপর করিমকে বললো, আপনার আর কিছু চাই? আমার এক ভাই থাকে বাংলাদেশে, আমি তার সাথে দেখা করতে চাই। করিম বাংলাদেশে এসে দেখে, রহিমের অবস্থাও খুব করুণ, আধ পেটা খায় কিংবা সারাদিন উপাস দেয়। তো করিম রহিমকে উপদেশ দিলো, এই ভাবে হবে না, বুঝলি, তুই গিয়ে সংসদ ভবনের সামনের মাঠে গিয়ে খড় খাওয়া শুরু কর, তাহলে হাসিনা বের হবে,তোকে বলবে, কি হয়েছে তোমার তুমি খড় খাচ্ছো কেনো? তখন তুই এই কথা বলবি, তোর সমস্যা মিটে যাবে। রহিম সেই মতো গিয়ে সংসদ ভাবনের সামনের মাঠে বসে খড় খাওয়া শুরু করলো, এমন সময় বাজেট অধিবেশন শেষ করে ফিরছিলো হাসিনা, রহিমকে খড় খেতে দেখে কাছে এসে বললো, কি হয়েছে তোর, তুই খড় খাচ্ছিস যে? রহিম মিনমিন করে তার দুরাবস্থার কথা বললো। হাসিনা বললো উজবুকের বাচ্চা বৃষ্টির দিনে কেউ খড় খায়, এখন তুই সিটি কর্পোরেশনের মাঠে গিয়া ঘাস খাবি, খড়তো জমায়া রাখবি শীতের জন্য।

০২. রবিনহুড দোকানে গিয়ে দেখলো সুপার সাকার- কিনে আনলো বাসায়, এনে দেখলো একটা রাবারের নল, সেটা কায়দা করে ধনে লাগিয়ে ম্যাশিনের সুইচ অন করে দিলো। ৫মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট, সুইচ বন্ধ করতে চাইলেও পারছে না। কয়েকবার খসবার পড়ে ক্লান্ত বিধ্বস্ত রবিনহুড কোনো মতে প্যাকেটটা হাতে নিয়ে মোবাইলে কাস্টমার সার্ভিসে ফোন করলো- ম্যাডাম একটা সুপার সাকার কিনেছিলাম, ওটার সুইচ বন্ধ হচ্ছে না। স্যার, এটা একটা দুধ দোয়ানোর ম্যাশিন, দুধের বালতি ভর্তি হলে এমনি এমনিই বন্ধ হয়ে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.