আমাদের কথা খুঁজে নিন

   

বিহ্বলতা মাখা চোখে



মনে পড়ে কোন এক পবিএ অথচ বিষন্ন সকালে; তোমার সামনে দাড়িয়ে বলেছিলাম-ভালবাসি। তোমার প্রশ্নের উওরে বলেছিলাম ভালবাসা মানে এই বিষন্ন সকালেও তোমার হাতে হাজার হাজার জোনাকি তুলে দেয়ার শপথ। তির তির করে কেপে উঠা তোমার ঠোটে তাকিয়ে বলেছিলাম- হৃদয় মানে আমারও ঠোট খানি তোমার মতই কেপে উঠার সুতীব্র ইচ্ছেখানি। তুমি জানতে চেয়েছিলে হাতের মুঠোয় প্রাণ কি? উওরে বলেছিলাম, মেয়ে, তুমি আমার চোখে তাকাও- সব প্রশ্নগুলোর উওর খুজে পাবে।। মেয়ে তুমি তাকিয়েছিলে- তাকিয়েছিলে বিহ্বল চোখে এই আমার দিকে; রক্তিম বিহ্বলতায় তুমি ছুয়েছিলে এই আমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.