আমাদের কথা খুঁজে নিন

   

'ভলভো'

বেঁচে থেকেও আমি মৃত; কিছু না লিখতে জেনেও কবি............

তার কোমল শিয়রে আমার সকল স্বপ্নের বসত অযাচিত পৃথিবীর মাঝপথে কোলাহলমুক্ত পথ রাতের পর রাত যায়; অসহ্যকর দাবীগুলোও সে মেনে নেয় অবলীলায় ক্লান্ত চোখ ক্লান্তিহীনতার মুখোশ জড়ায় আশ্বাস দেয়; নিদারুন প্রহসনে; ভালোবাসার আজীবনের এক চুক্তিনামা 'সর্বোচ্চ চেষ্টা করার' না হলেও দায় নেই কোন; না আছে; মাঝে মাঝেই অচেনা লাগে সব কিছু অশ্রুভেজা বালিশ নিরবে স্বাক্ষী হয় সেই সব দুঃসময়ের। তার এধার ওধার সবখানেই আমার অকারনীয় স্পর্শ নিবিড় আলিঙ্গনের শুভসূচনায়; গোলাপ কাটা ফোটায় অবাক করা সেই সব চোখ আর বুকের নিরস উদ্যোম হয়তো কষ্ট দেবে তাকে; হয়তো মনেই থাকবেনা কিছু হয়তো আরেক দুঃসহ অধ্যায় হবে তার জীবনে; কর্কটময় পথ আধার রাতের বালিশ ভেজা কান্নাও অর্থহীন হবে। ব্রেইনহীন ভালোবাসার সঙ্গাহীন দহরম মহরম সকাল বিকেল রাতের শত হাজার অনুভূতি দাবিয়ে বেড়ায় এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি ছিন্নহীন রই; অজানা ভাবনার প্রয়াসে স্বপ্ন বাঁচাই, স্বপ্ন খেদাই; গহীন বনের চিত্রা হরিনের খোঁজে সিংহের দাপাদাপি অকারনে সমীহ করা মধ্যরাতের অস্পষ্টতা শুধুই ভাবনাহীন আরেক জীবেনর খোঁজে। রাত আর দিনের তার শিয়রের মাঝে হাজার ফারাক কোলাহলমুক্ত পথে তখন মনুষ্য সন্তানের চেচামেচি; চিৎকার অবাক হই; ভাবনার অতলে ছেদ পড়ে হারিয়ে যাবার বাসনায়, অথবা ভয়; তাড়িয়ে বেড়ায় কাদাঁতে না চাইলেও কান্না তেড়ে আসে অজান্তে অষ্ট প্রহর নষ্ট হয় ওর; সুখের জীবনে কলঙ্কীত প্রহর বলতে গিয়েও বলা হয়না কিছু্ই শুরু থেকে শেষ অবধী; অর্থহীন ভালোবাসা তখন ঠিকানা খোঁজে; পথে পথে প্রিয় 'ভলভোর' কাছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।