আমাদের কথা খুঁজে নিন

   

উবন্তুতে নকিয়া মোবাইল মডেম ও গ্রামীণ ফোন এজ মডেম ব্যবাহারের কঠিনতম পদ্ধতি

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

আপনি হয়তো নকিয়ার মোবাইল সেট মডেম হিসেবে ব্যবাহার করে ইন্টারনেট চালান, অথবা হয়তো আপনি গ্রামিণফোনের হুয়াউই মডেমটি ব্যবহার করেন বা কিনতে চাচ্ছেন। আবার আপনি উবন্তু ব্যবহার করতে আগ্রহী কিন্তু চিন্তায় আছেন উবন্তুতে এগুলো চলবে কিনা। তাই এগুলো ব্যবহারের এমন এক পদ্ধতির কথা জানাব যার চেয়ে আর কঠিন পদ্ধতি আর হয় না। এজ মডেম: ১. আপনার মডেমটি প্রথমে হাত দিয়ে ধরুন, তারপর সেটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করুন কোন ইউএসবি পোর্টে লাগাবেন।

তারপর একটি পোর্টে লাগাবেন। ব্যাস, কঠিন তম পর্যায়টি পার হলেন। কয়েক সেকেন্ড পর একটি জানালা খুলবে, সেখানে কেউ একজন আপনাকে স্বাগতম জানাবে আর একটি খুশির খবর দেবে যে মোবাইল মডেম পাওয়া গেছে। Forward –এ ক্লিক করুন। ২. এর পরের জানালায় Service Provider দেখিয়ে য়ে দিতে হবে।

প্রথমে উপরের অংশে বাংলাদেশে-এ ক্লিক করুন। সাথে সাথে নিচে বাংলাদেশের তিন সার্ভিস প্রোভাইডারের নাম আসবে- AKTel, Banglalink, Grameen Phone. আপনি যে প্রোভাইডরের ইন্টারনেট ব্যবহার করেন তার উপর ক্লিক করুন এবং Forward. ৩. এর পরের জানালায় Apply. ৪. এর একটু পর ইন্টারনেট চালু করার জন্য উপরের বারের ডান পাশে সাউন্ড আইকনের বাম পাশে নেটওয়ার্কের আইকনের উপর ক্লিক করলে আপনার সার্ভিস প্রোভাইডারের নাম দেখাবে, তার উপর ক্লিক করলে ইন্টারনেট চালু হবে। নকিয়া মোবাইল মডেম: এজ মডেমের মত হুবহু একই পদ্ধতি। কোন ড্রাভার লাগবে না। নকিয়ার পিসি শ্যুট দরকার নেই।

অনেক কঠিন পদ্ধতি, তাই না? একটি মজার ব্যাপার হল আমি প্রথমবার যখন উবন্তুতে নকিয়া মোবাইল মডেম ব্যবহার করি, তখন কিছু দিনের জন্য আমি একটেল ব্যবহার করতাম। কিন্তু অভ্যাসবশত বেখায়ালে গ্রামীণফোন সিলেক্ট করে দিয়েছিলাম, তবু ইন্টারনেট চালু হয়েছিল। যে ক’দিন একটেল ব্যবহার করেছি ওই গ্রামীণ ফোনের নামেই চলতাম। অবশেষে জুম কি বোল্ড আউট: উবন্তুতে জুম অটোমেটিক পায় না। ম্যানুয়ালী চেষ্টা করে দেখা গেল তাতেও পেল না।

তবে মনে হল সম্ভবনা কিছুটা আছে। কিন্তু সিটিসেলের কাস্টমার কেয়ারে ফোন করে জানা গেল লিনাক্সে জুম চলবে না। তারা উইন্ডোজ ব্যবহারের পরামর্শ দিলেন। আপডেট: জুম বোল্ড আউট না। চলছে তবে রানার নিয়ে।

এখানে বিস্তারিত পাবেন কিভাবে উবন্তুতে জুম কনফিগার ও ব্যবহার করতে হয়। প্রথমবার কনফিগার করা হলে আর জটিলতা নেই। আরও কঠিন কথা: মোবিডাটা এজ মডেম এভাবে কাজ নাও করতে পারে। তাই মোবিডাটা কেনার আগে সাবধান! তাছাড়া এটা ভাল মানেরও না। নকিয়া মোবাইল মডেম উইন্ডোজের ব্যবহারের জন্য নকিয়া পিসি শ্যুট ইন্সটল থাকতে হবে।

কানেক্ট টু ইন্টারনেট-এর সাহায্যে ইন্টারনেট কানেক্ট করতে হবে। ম্যানুয়ালী কানেকশন সেটিং তৈরি করেও চালাতে পারবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।