আমাদের কথা খুঁজে নিন

   

এহনো তো পঁচিশ ঘন্টা দেহি না

মৌনতার দীর্ঘশ্বাস...

- "মামা, ঘড়ির কাঁটা বইলে এক ঘন্টা বাড়াইল, তয় এহনো তো পঁচিশ ঘন্টা দেহি না। তাইলে সুমায় বাড়লো ক্যামনে ??" রিক্সা করে সায়েন্সল্যাব থেকে কলাবাগান আসছিলাম পথিমধ্যে রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে আমাকে এমন একটা প্রশ্ন ছুড়ে দেয়। অল্প কথায় ব্যপারটা তাকে বোঝালাম। তখন সে মাথা নাড়তে নাড়তে বলল, - "মামা, কারেন তো এহন আরো বেশি যায়, আর গেলেতো মাশাল্লা আহার নাম লয় না। তাইলে সময় বাড়ায়া লাভটা কি হইল?" ঠিকই তো, আমারও একই কথা। সময় বাড়িয়ে লাভটা কি হল? গত মাসের চেয়ে এ মাসে বেশি লোডশেড হচ্ছে ।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।