আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমন : হাট হাজারী

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

চট্টগ্রামের হাট হাজারী মাদ্রাসায় আমার এক বন্ধু পড়া-লেখা করতো। থাকতো আলাদা বাসা ভাড়া নিয়ে। প্রায় সময়ই আমাদের বলতো ওর ওখানে যেতে।

এক শীতে হাজির হোলাম ওর আস্তানায়। পুরানো একটা বিল্ডিং এ দুই রুম নিয়ে ওরা ৫/৬ জন থাকে। আমরা ঢাকা থেকে গেলাম ৮ জন। এক বিকালে সবাই মিলে গেলাম কাছের এক পাহাড়ে নাম সম্ভবত স্বন্দীপ পাহাড়। সেনাবাহিনীর ট্রেনিং হয় এখানে, গোলার আঘাতে পাহাড়ের গায়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।

ঐ দিকটায় না যেয়ে পাশের সবুজ এক পাহাড়ে উঠা শুরু করলাম। উদ্দেশ্য পাহাড়ের মাথায় উঠবো। নীচ থেকে পাহাড়টাকে যত সহজ-সরল, ছোট-খাটো মনে হয়েছিল উপরে উঠে ভিন্ন চেহাড়া। পাহাড়ের মাথায় উঠতে আমাদের যে কতবার উপরে-নীচে উঠতে-নামতে হলো তার হিসাব নাই। পরে স্থানীয় একজনের সহযোগীতায় আমরা অবশেষে পাহাড়ের চুড়ায় উঠতে পেরেছিলাম।

নোট : ব্লগ লেখা মনে হয় ভুলেই গেছি। খুব পুরানো একটা লেখা স্টকে ছিল, সামান্য এডিট করে পোষ্ট করে দিলাম। স্মৃতি : বেশ কয়েক বছর আগের ঘটনা। দিনক্ষন মনে নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।