আমাদের কথা খুঁজে নিন

   

শব্দরা

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

অভিমানী মেঘ উদাসী হাওয়া ঝিরিঝিরি বরিষণ মন আজ হারাতে চাইছে। দূরে সুদূরে কোথাও। উপরের শব্দ কটি একটি কাগজে লিখে বুদ হয়ে ভাবছিলাম এতক্ষণ। থেমে থেমে বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে।

মনটা বড্ড বিষন্ন করে দিয়েছে। কিছুতেই মন বসছেনা। রবিঠাকুরের সেই কথাটাই থেকে থেকে মনে পড়ছেঃ আজ মেঘলা দিনের সকালে সেই বন্দী কথাটাই মনের মধ্যে পাখা ঝাপ্টে মড়ছে। ভেতরের মানুষ বলছে আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়। এ রকম দিনের জন্যই বোধকরি কবিঠাকুর বলে গিয়েছেন - এমনো দিনে তারে বলা যায় এমনো ঘনঘোর বরিষায় এমনো দিনে মন খুলা যায় পথহারা পাখি আজ মন খুলে গাইলোই বা গান।

কিন্তু হায় তার চিরদিনের সেই আরেকজনটি কোথায়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।