আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখ বাঁধ নিয়ে চলমান সমালোচনা-প্রতিবাদ এক প্রপাগান্ডা : পিনাক



বাংলাদেশে যখন টিপাইমুখ বাঁধ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা তখন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বললেন, টিপাইমুখ নিয়ে আলোচনা সমালোচনা নতুন কিছু নয়। তিনি এটাকে প্রপাগান্ডা বলে মন্তব্য করেছেন। বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে অংশ নেন ভারতীয় হাই কমিশনার। এসময় বক্তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন জানালেন, টিপাইমুখ বাঁধ নিয়ে তথাকথিত বিশেষজ্ঞদের মতামত নয়, সরকারের উচিত সরেজমিনে গিয়ে এই প্রকল্পটি পর্যবেক্ষণ করা। তিনি আরও জানান, ১৯৭৬ সাল থেকে ভারত সরকার টিপাইমুখ বাধঁ নিয়ে দুই বার যৌথভাবে নদী ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে।

কোন অসৎ উদ্দেশ্য নিয়ে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে না বলে জানান পিনাক। তিনি বলেন, শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, ব্যবসা বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের প্রতিও যথেষ্ট সচেতন তার দেশ। সেমিনারে বক্তারা বাংলাদেশ ভারতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে গঙ্গার পানি বণ্টনের ক্ষেত্রে দেশ নয়, আর্ন্তজাতিক নীতিমালার প্রতি গুরুত্ব দিতে বলেন তারা। সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি দক্ষিণ এশিয়ার নানা বিষয় নিয়ে কথা বললেও টিপাই মুখ বাঁধ সম্পর্কে কিছু বলেননি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.