আমাদের কথা খুঁজে নিন

   

শুধু তুমি আছো বলে

রাতের উপর ভর করে আরেক নিশি/আঁধারের চারপাশে বসত করে গুমোট অন্ধকার।

বাতাসের দীর্ঘশ্বাস শুনছো? তার দীর্ঘশ্বাসের শোঁ শোঁ শব্দে প্রকৃতি আজ টালমাটাল শুধু তুমি চলে যাবে বলে। আকাশের কান্না দেখছো? তার অশ্রুর জল কাঁটার মত বিধছে শহরটার বুকে; শুধু তোমায় রুখবে বলে। বারান্দার গাছগুলোর নির্বাক ঠাঁই দাঁড়ানো শরীর, ডালপালা ছড়িয়ে অবিরাম তোমায় ডেকে চলেছে; শুধু তোমায় ফেরাবে বলে। বাড়ির আসবাবপত্রে জমে থাকা ধূলির স্তর, প্রতি মুহূর্তে তোমার না থাকার জানান দেয় শুধু তুমি চলে গেছো বলে।

আমার খরগোশজোড়া, নিষ্পলক চেয়ে রয় গেটের পানে; শুধু তুমি ফিরবে বলে। প্রতিদিন ভোরে, একটি করে গোলাপ ফোটে-সে কথা জানো কি? শুধু তুমি তার ঘ্রান নেবে বলে। আর আমি- বুকের বাঁ দিকটায় অনন্ত পাথর চেপে বসে রই; শুধু তুমি নেই বলে। ঘোরের মধ্যে কল্পনায় বিভোর শুধু তোমায় ভালবাশি বলে। সময়তো অনেক কেটে গেল,তুমি কি ফিরবে না? আসবাবপত্র এখন অস্তিত্বের সংকটে, খরগোশজোড়া কিছুদিন হল মারা গেছে এখন কেউ তোমার জন্য অপেক্ষা করে না।

আমার নিথর দেহটা, উল্লাসিত মনে আজ আনন্দে নেচে ওঠে;এই মনটায় শুধু তুমি আছো বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.