আমাদের কথা খুঁজে নিন

   

বৈদেশের বাকি ঘটনা গুলি



ইউ কে থেইকা সামুর ভাই বইনদের সাথে এট্টু গল্প করছিলাম। অহন আইলাম আরেক কেরামতির জায়গা দুবাই। এইবার এইখানে না আইলেও সারতো, বাড়ির লাইগা মন কেমন করে। বাড়ি গিয়া চিংড়ি মাছ সহযোগে কচুর লতি জাতীয় স্বর্গীয় খানা খাইয়া ছিঁড়া বিছানায় একটা ততোধিক স্বর্গীয় ঘুম দিতে পারতাম। তবু আইলাম।

সবাই কয় বাঙালী ঘরকুনো, ভ্যাদা, সবখানে পিছটান দেয়, এই লাইগাই নিজের কাছে নিজেরে স্মার্ট প্রমাণ করনের লাইগা বাড়ি ফিরা না গিয়া এইহানে আইলাম। কমফোর্ট জোন ভাংতে চাই আর কি। হগ্গলে খালি ইন্ডিয়ানগো সুখ্যাত করে....'আহা কি ডাইনামিক, কি ফরোয়ার্ড লুকিং এপ্রোচ!' মনে মনে রাগ লাগে, আমাগো কম কি আছে? আমার মত মাঝ বয়সীরই যদি এত এনার্জি থাকে তাইলে অল্পবয়সীগোর তো কথাই নাই। আমগো মনডা এট্টু নরম এইডা ঠিক, তবু জায়গা মত পড়লে আমরাও হই আয়রণ ম্যান অথবা ওম্যান। হেড অফিস আমাগোরে একটা মিডিয়া ট্রেনিং দিলো।

প্রেজেন্টেশন অংশডায় কইল যে এমন কিছু প্রেজেন্ট করো যেটা তুমি ভালোবাস। প্রস্তুতির জন্য পাঁচ মিনিট দিল, কইল, স্লাইডে আমরা ইন্টারেস্টেড না, আমরা দেখতে চাই ডেলিভারী। অনেকে শক্ত শক্ত বিষয়ে কথা কইলেন। আমি প্রেজেন্ট করলাম বাংলাদেশের বীচ কুয়াকাটার উপরে। বোঝেনইতো নিজেগো ব্যাপারে কথা কইতে গেলে কেমন জোশ আইস্যা যায়! প্রেজেন্টেশন শেষে দেখি লোকজনে সব কাগজে কুয়াকাটার নাম লেখতাছে ফিউচার হলিডে ডেস্টিনেশন হিসাবে।

মনে মনে কই, আল্লাহ্‌ মান বাঁচাইও।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।