আমাদের কথা খুঁজে নিন

   

বাংলার মাটিতে মইন উ আহম্মেদ ও ফখরুদ্দীনসহ ওয়ান ইলাভেনের হোতাদের বিচার হবেই



সংসদে বিরোধীদলীয় চীপহুইপ জয়নুল আবেদীন ফারুক বলেছেন, বাংলার মাটিতে মইন উ আহম্মেদ, ফখরুদ্দীন, মাসুদউদ্দিন চৌধুরী ও বিগ্রেডিয়ার বারিসহ ওয়ান ইলাভেনের হোতাদের বিচার হবেই। এরা দুই বছরে বাংলাদেশ ধ্বংসের ধার প্রান্তে নিয়ে গেছে। দুই বছরে বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছে। সেদিন খালেদা জিয়া বিদেশ গেলে শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী হতে পারতেন না। তিনি আজ শুক্রবার বিকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার উত্তর অম্বর নগর উত্তর পাড়ায় বিএনপি নেতা মাষ্টার আব্দুল হালিমের শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বিদেশী প্রভুদের খুশী করতে টিপাই মুখে বাঁধ নির্মাণ নিয়ে সরকার নিরব রয়েছে। টিপাই মুখে বাঁধ নির্মিত হলে সিলেট, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল মরুভূমিতে পরিণত হবে। জনগণকে সাথে নিয়ে এই বাঁধ নির্মাণ প্রতিরোধ করা হবে। বিরোধীদলীয় চীপ হুইফ আরো বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে দাঁড়ি ও টুপিওয়ালাদের এবং ইসলামীমূল্যবোধে বিশ্বাসীদের ধ্বংসের পাঁয়তারা করছে। এটা দেশের মানুষ মেনে নেবে না।

অম্বর নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে শোকসভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী,সেনবাগ পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক সবুজ, ঢাকা মহানগর যুবদল নেতা নুরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.