আমাদের কথা খুঁজে নিন

   

পর্বঃ৩ - মেমোরি প্রশিক্ষন -ভিজুয়াল মেমোরি

বিদায় - পথের নয়, পথিকের...
পর্বঃ ১- লিংক সিস্টেম বা গিট্টু পদ্ধতি পর্বঃ২- পেগ সিস্টেম বা গজাল পদ্ধতি পর্বঃ ৩- ভিজু্য়াল মেমোরি বিজ্ঞপ্তি : আগমী রবিবার-২১ তারিখ আপনাদের মেমোরি টেষ্ট নেয়া হইবেক, যারা যারা এই প্রশিক্ষনে অংশগ্রহণ করেছেন, সবাইকে মেমোরি টেস্টে অংশগ্রহনের আমন্ত্রন জানানো হইল, ক্লাসে উপস্থিত না হইলে পরের দিন তাদের প্রতি জনের ব্লগে গিয়া ব্যাতের বাড়ি দিয়ামু কইয়া রাখলাম। আর গতদিন ক্লাসে অনেকেই আইয়া প্রেজেন্ট না দিয়া পিছনের দরজা দিয়া পালাইছেন তাগোরে আইজকা উপস্থিত হইলে কিছু কমু না, কিন্তু না হইলে তাগোরেও নিচের ব্যাত দিয়া ব্যাতামু! আসেন আইজকার ক্লাস শুরু করি... এমন কি মাঝে মাঝে হয়না আমরা কাউকে হঠাৎ দেখলে তাকে পরিচিত মনে হয়,কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারি না? কখনো কখনো জিজ্ঞেস করে বসি "আপনাকে কোথায় যেন দেখেছি?" আবার পরিচিত কারো সাথে অনেক দিন পর দেখা হলো কিন্তু নাম মনে নেই! আবার জিজ্ঞেস করতেও অস্বস্তি লাগে, যদি কিছু মনে করে বসে! এ ধরনের সমস্যায় আমরা প্রায়শই পড়ে থাকি... আজ আমরা মানুষের চেহারা ও নাম কিভাবে মনে রাখতে হয় শিখবো। আপনারা নিশচয়ই প্রথম পর্বে দেখেছেন কিভাবে একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের গিট্টু লাগাতে হয়? না দেখে থাকলে একটু ঘুরে আসুন- পর্বঃ ১- লিংক সিস্টেম বা গিট্টু পদ্ধতি প্রতিটি মানুষের চেহারা অনন্য বলেই আমরা প্রতিটি মানুষকে আলাদা আলাদা ভাবে চিনতে পারি। একেক মানুষের চোখ,নাক,চুল, মাথা এক কথায় শারিরীক গঠন একেক রকম। আপনি যখন কারো সাথে প্রথম পরিচিত হবেন তখন তার নাম জিজ্ঞেস করুন, প্রয়োজনে আবার বলতে বলুন, তার নামটা মনে গেথে নিন।

নাম কে ভেংগে ভেংগে একটা অর্থ দাড় করান, মনে রাখবেন আপনার দরকার যা মনে রাখতে চান তার একটি বোধগম্য ছবি যা আপনি কল্পনা করছে। আপনি নামের প্রতি সমান নজর দিন যতটা দিচ্ছেন চেহারার দিকে কারন, এমন অনেক সময়ই হয় যে চেহারা মনে আছে কিন্তু নাম মনে নেই, কিন্তু এমন কমই হয় যে নাম মনে আছে কিন্তু চেহারা মনে নেই। এবার লক্ষ্য করুন তার চেহারার কোন বৈশিষ্ট্যটি আপনার চোখে বেশি হয়ে ধরা দিচ্ছে হতে পারে এটা তার চোখ অথবা তার গাল, কোথাও তিল থাকতে পারে সেটা। কিছু একটা বিশেষ বৈশিষ্ট্য যা তার দিকে তাকালে প্রথমেই বেশি হয়ে ধরা দিচ্ছে এরকম। এখন যেটা করবেন তা হল তার নামের সাথে তার চেহারা ঐ বিশেষ বৈশিষ্ট্যর লিংক করুন, যেমন- মফিজ নামের কারো গালে তিল আছে, মনে মনে নাম দিন তিলা মফিজ এরকম।

এবং নামের সাথে লিংক করার সাথে সাথে চিত্রটি অবশ্যই দেখার চেষ্টা করুন। এভাবে আপনি আপনার নিজের মতো করে নাম ও চেহারা মনে রাখুন নিচে কিছু ছবি,নাম সহ দেয়া হল মনোযোগ দিয়ে লক্ষ্য করুন- অনেক সময় এমন হয় যে কোনো একটা জায়গায় গেলেন, পরবর্তীতে যদি কখনো একই জায়গায় যান জায়গাটিতে কোন একটা পরিবর্তন হয়েছে কিন্তু কি পরিবর্তন হয়েছে ঠিক ধরতে পারছেন না...অথবা মনে করুন আপনার সামনে টেবিলে কিছু জিনিস রাখা হলো আপনি দেখার পর তার দু একটা পরিবর্তন করা হলো, এখন আপনাকে বলতে হবে সেখানে কি কি পরিবর্তন হয়েছে? এগুলো সাধারণত আপনার সর্ট ভিজুয়াল মেমোরির দক্ষতা প্রমান করে.... নিচের ছবিটি মনোযোগ দিয়ে দেখুন... উপরে একটি ছবি দেয়া ছিল নাম, চেহারা মনে রাখার জন্য- নিচের ছবিতে কার কি নাম বলুন- এখন আপনারা বলুন তো এই ছবিতে কি পরিবর্তন করা হয়েছে- আপনারা যাতে একটি ছবি দেখে নির্ভূল মনে রাখতে পারেন সে জন্যে ছবিটিকে নিচের ছবির মতো কয়েক ভাগে ভাগ করে নিন, এবং প্রতি ভাগে কি কি আছে নজর দিয়ে দেখুন এবং পরের ভাগের সাথে লিংক করুন বা গিট্টু মারুন। মেমোরি প্রশিক্ষনের পর্ব আপাতত এখানেই শেষ হচ্ছে, আপনাদের প্রয়োজনে লাগতে পারে মেমোরির উপর এমন দুটি বইয়ের লিংক দেয়া হলো-আপনাদের উপকারে লাগলে আমার ভাল লাগবে। বইঃ১ টনি বুজান - স্পিড মেমোরি টরেন্ট ডাউনলোড - যারা টরেন্ট দিয়ে কিভাবে ডাউনলোড করবেন জানেন না তারা দেখুন - Click This Link বইঃ২ হ্যারি লরেন- হাউ টু ডেভলপ সুপার পাওয়ার মেমোরি আর অবশ্যই এই সফটওয়্যারটা ডাউনলোড করুন আগামী দিন প্রয়োজন হবে যাদের পিডিএফ রাইটার আছে তাদের দরকার নাই- PDF4U- PDF WRITER _________________________________________________________________ __________________________________________________________________ এখন রোল কল হচ্ছে: ১। ছানা পোনা ২।

আকাশ_পাগলা ৩। মাহবুবুল ইসলাম (সুমন)
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।