আমাদের কথা খুঁজে নিন

   

চারিপাশে বুদ্ধিজীবীর দল, কিন্তু এদের দিয়ে দেশ বদলাবে না।

উচিত কথা কমু, তাতে মসজিদ আর মাদরাসা কি

যে দেশের আমলা, সাংবাদিক,বুদ্ধিজীবী, শিক্ষক,আর্মি ,পুলিশ,চিকৎসক সহ পুরা সুশীল সমাজের মেধা দারুনভাবে প্রশ্নসাপেক্ষ, কাজের চেয়ে অধিকতর কথাবাজ যারা,যাদের মধ্যে প্রতিনিয়ত কাজ করে কলা কৌশলে নিজেকে উপস্থাপন এবং দৃষ্টি আকর্ষণের মাধ্যমে উর্ধ্ব সিঁড়ি অন্বেষনের পাশাপাশি অতিমাত্রায় স্বার্থান্বেষী হয়ে নানাবিধ সুবিধা আদায়, ক্ষমতা পাকাপোক্ত করণের নিমিত্তে পুরো পরিপার্শ্ব দলীয়করণ তাদের মাধ্যমে দেশ কোনোদিনই বদলাবে না। শুধু এ দেশের একটা শ্রেণীকে মাথানত প্রণাম/সেলাম জানাতে ইচ্ছা করে,যারা কালের পরিক্রমায় যুগ যুগ ধরে সেই সূর্যাস্তের আগে মাঠে যায় আর সূর্যাস্তের পর ঘরে ফিরে। কাজের প্রতি তাদের এ একাগ্রতা ,আর নিরলস কাজ করে যাওয়া কোনোদিন ব্যাহত হয়নি। অবিরল শ্রাবণের ধারা কিংবা প্রখর সূর্যের তাপ তাদের ঘরে আটকাতে পারে নি। যখনি মাঠে চোখ যায়, দেখি একমনে তাঁরা কাজ করেই যাচ্ছে। সালাম আমার দেশের কৃষক সমাজ আপনাদের পদযুগলে লাখো লাখো সালাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।